Viral Monali Thakur: মাঝরাতে বিদেশের গ্যারেজে মোনালি যা করলেন... ভিডিও ভাইরাল!

Last Updated:

সুন্দরী গায়িকার ভিডিও হল ভাইরাল (Viral Video)৷

জুরিখ: বলিউডের অত্যন্ত জনপ্রিয় গায়িকা (Bollywood Singer Monali) মোনালি ঠাকুর৷ পেয়েছেন জাতীয় পুরস্কার৷ শক্তি ঠাকুরের ছোট মেয়ে মোনালির (Monali Thakur)উত্থান এক গানের রিয়ালিটি শো থেকে৷ তারপর তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ গেয়েছেন বহু হিন্দি গান৷ আপাতত বিয়ের করে তিনি থাকেন সুইৎজারল্যান্ডে৷ আর সেখানেই মাঝরাতে কাণ্ড ঘটনালেন মোনালি৷ সুন্দরী গায়িকার ভিডিও হল ভাইরাল (Viral Video)৷
মোনালি খুবই সপ্রতিভ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়৷ মাঝে মধ্যেই নিজের ভিডিও তিনি পোস্ট করেন৷ কখনও গান গেয়ে বা কখনও নাচের ভিডিও৷ তিনি সালসা নাচ শিখেছেন৷ অনেক সময় সেই নাচের ভিডিও পোস্ট করেন৷ শুধু গান বা নাচ নন, তিনি অভিনয়ও করেছেন৷ তবে আপাতত তিনি নিজের মতো করে সংসার করছেন৷ ২০১৭ বিয়ে করেছিলেন তিনি৷ তবে সকলের অগোচরে৷ কোনও জাঁক জমক ছাড়াই হয়েছিল তাঁর বিয়ে৷ বিয়ের রাতেই বিদেশে পাড়ি দিয়েছিলেন নায়িকা৷ তবে বহু দিন তিনি বিয়ের কথা গোপনে রেখেছিলেন৷ ২০২০তে প্রকাশ্যে আনেন নিজের বিয়ের কথা৷ স্বামীর নাম জানান, বিয়ের ছবিও পোস্ট করেন৷ এখন সুইৎজারল্যান্ডেই থাকেন মোনালি৷ আর সেখানেই মাঝরাতে ঘটালেন এক কাণ্ড৷
advertisement
advertisement
advertisement
কথায় বলে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে৷ তেমনই যিনি গায়িকা, তাঁর জন্য আলাদা করে গানের মঞ্চ প্রয়োজন হয় না৷ তিনি যেখানে-সেখানেই গলা খুলে গান গাইতে পারেন৷ মোনালিরও সেই দশা৷ মাঝরাতে জুরিখের এক গ্যারেজে তিনি ধরলেন গান৷ আসলে একটু আবদ্ধ জায়গা বলে ইকো এফেক্ট হচ্ছিল৷ তাই তো মনের আনন্দে গান গাইলেন মোনালি৷ মাসুম ছবির জনপ্রিয় গান তুঝসে নারাজ গাইলেন মোনালি৷ সেই ভিডিও নিজেই পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে৷ সুন্দরী গাইকার গলায় মাঝরাতে এই গান একেবারে জমে উঠল৷ ভিডিও ভাইরাল হল নিমেষে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Monali Thakur: মাঝরাতে বিদেশের গ্যারেজে মোনালি যা করলেন... ভিডিও ভাইরাল!
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement