Viral Monali Thakur: মাঝরাতে বিদেশের গ্যারেজে মোনালি যা করলেন... ভিডিও ভাইরাল!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সুন্দরী গায়িকার ভিডিও হল ভাইরাল (Viral Video)৷
জুরিখ: বলিউডের অত্যন্ত জনপ্রিয় গায়িকা (Bollywood Singer Monali) মোনালি ঠাকুর৷ পেয়েছেন জাতীয় পুরস্কার৷ শক্তি ঠাকুরের ছোট মেয়ে মোনালির (Monali Thakur)উত্থান এক গানের রিয়ালিটি শো থেকে৷ তারপর তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ গেয়েছেন বহু হিন্দি গান৷ আপাতত বিয়ের করে তিনি থাকেন সুইৎজারল্যান্ডে৷ আর সেখানেই মাঝরাতে কাণ্ড ঘটনালেন মোনালি৷ সুন্দরী গায়িকার ভিডিও হল ভাইরাল (Viral Video)৷
মোনালি খুবই সপ্রতিভ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়৷ মাঝে মধ্যেই নিজের ভিডিও তিনি পোস্ট করেন৷ কখনও গান গেয়ে বা কখনও নাচের ভিডিও৷ তিনি সালসা নাচ শিখেছেন৷ অনেক সময় সেই নাচের ভিডিও পোস্ট করেন৷ শুধু গান বা নাচ নন, তিনি অভিনয়ও করেছেন৷ তবে আপাতত তিনি নিজের মতো করে সংসার করছেন৷ ২০১৭ বিয়ে করেছিলেন তিনি৷ তবে সকলের অগোচরে৷ কোনও জাঁক জমক ছাড়াই হয়েছিল তাঁর বিয়ে৷ বিয়ের রাতেই বিদেশে পাড়ি দিয়েছিলেন নায়িকা৷ তবে বহু দিন তিনি বিয়ের কথা গোপনে রেখেছিলেন৷ ২০২০তে প্রকাশ্যে আনেন নিজের বিয়ের কথা৷ স্বামীর নাম জানান, বিয়ের ছবিও পোস্ট করেন৷ এখন সুইৎজারল্যান্ডেই থাকেন মোনালি৷ আর সেখানেই মাঝরাতে ঘটালেন এক কাণ্ড৷
advertisement
advertisement
advertisement
কথায় বলে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে৷ তেমনই যিনি গায়িকা, তাঁর জন্য আলাদা করে গানের মঞ্চ প্রয়োজন হয় না৷ তিনি যেখানে-সেখানেই গলা খুলে গান গাইতে পারেন৷ মোনালিরও সেই দশা৷ মাঝরাতে জুরিখের এক গ্যারেজে তিনি ধরলেন গান৷ আসলে একটু আবদ্ধ জায়গা বলে ইকো এফেক্ট হচ্ছিল৷ তাই তো মনের আনন্দে গান গাইলেন মোনালি৷ মাসুম ছবির জনপ্রিয় গান তুঝসে নারাজ গাইলেন মোনালি৷ সেই ভিডিও নিজেই পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে৷ সুন্দরী গাইকার গলায় মাঝরাতে এই গান একেবারে জমে উঠল৷ ভিডিও ভাইরাল হল নিমেষে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2021 12:23 PM IST