#পটনা: তিনি হট, তিনি হিট এবং তিনি সাহসী বলে পরিচিত৷ এমন নায়িকার MMS ফাঁস হতেই চাঞ্চল্য৷ সোশ্যাল মিডিয়ায় নায়িকা খুবই সক্রিয়৷ ফলে তাঁর এই ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা হবে, সেটাই স্বাভাবিক৷ এরপর নিয়ে লাইভে এসে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন ভোজপুরী অভিনেত্রী ত্রিশঙ্কর মধু৷
ত্রিশাকর মধুর যে এমএমএস ভাইরাল হয়েছে, সেখানে তাঁকে একটি ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছে। ভিডিওটি প্রকাশ পেতেই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় কাঁটা ছেড়া৷ অনেকে প্রশ্ন করতে থাকেন যে নায়িকার সঙ্গে যে পুরুষকে দেখা গিয়েছে, তিনি কে? এবং কেন তিনি এমন কাজ করলেন? এরপর অভিনেত্রী ফেসবুকে লাইভ এসে এই বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন। যিনি ভিডিও শেয়ার করেছেন তার উপর তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ত্রিশা পোস্টে লিখেছেন, 'ঈশ্বর সবকিছু দেখেন, আমাকে নীচু দেখানোর জন্য আমার ব্যক্তিগত ভিডিও ভাইরাল করেছেন যে ব্যক্তি, যদি কেউ তার বোনের হানিমুনের ভিডিও ভাইরাল করে, দারুণ হবে। তাই তো? বিহারে এমনও যে খারাপ মানুষ আছে তা আমি জানতাম না।' স্পষ্ট লিখেছেন ত্রিশাকর৷
এর বাইরে, ইউটিউবে ত্রিশার নামে অনেক ভিডিও শেয়ার করা হয়েছে, যা ভাইরাল হচ্ছে। এই ভিডিওগুলি তার সাথে কথোপকথনের, যেখানে তাঁকে এই ভিডিও সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে এবং তিনি সেই উত্তর দিচ্ছেন। এতে তার অডিও রেকর্ডিং রয়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে যে তিনি এই সব উদ্দেশ্যমূলকভাবে করেননি৷ কেন তিনি নিজেকে অসম্মান করবেন? তিনি আরও জানান, যে ব্যক্তি এটা করেছে, সে কেন করেছে, কোনও উদ্দেশ্যে করেছে, সেটাও নায়িকা বুঝতে পারছেন না৷ ত্রিশা সাধারণ মানুষকে অনুরোধ করেছেন তাঁর পাশে থাকার জন্য৷
ত্রিশাকর মধু অরবিন্দ অকেলা কাল্লু এবং রাকেশ মিশ্রের মতো তারকাদের সাথে কাজ করেছেন। ভোজপুরি গান 'এই দুলহা মহারাজ' এবং 'ছোট আটে লেহেঙ্গা চোলি' এর মতো গানগুলি তাঁদের অন্যতম হিট গান। এই গানে অভিনেত্রীর সাহসীকতার বাহবা দিয়েছেন সকলে৷ এমনকী নায়কদের সঙ্গে তাঁর রসায়নও সুপারহিট৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।