Prabhas: বাহুবলী প্রভাস, সাড়ে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি কিনে রাস্তায় দেখালেন কামাল! দেখুন ভিডিও

Last Updated:

আপাতত তাঁর রাধে শ্যাম ছবি মুক্তির অপেক্ষায়৷

#মুম্বই: তিনি বাহুবলী স্টার৷ আগে দক্ষিণী ছবিতে তিনি নিজের ক্যারিশমা দেখাতেন৷ এখন তিনি গোটা দেশে জনপ্রিয়৷ বাহুবলী খ্যাত প্রভাস একে একে ছবি করছেন বলিউডেও৷ তবে এবার তিনি যে কারণে খবরে এলেন, তা হল তাঁর সাড়ে ৫ কোটির গাড়ি! নতুন ল্যাম্বরগিনি অ্যাভেন্টার রোডস্টার কিনেছেন নায়ক৷ এবং সেই গাড়ি নিয়ে তিনি রাস্তায় বেরিয়ে পড়েছেন! সত্যিই তো আপাতত তাঁর যা জনপ্রিয়তা, তাতে এমন দামি গাড়িতেই তাঁকে মানায়৷ সুপারস্টারের গাড়ির রং কমলা৷ তিনি এই গাড়ি নিয়ে রাস্তায় নামতেই ভিডিও ভাইরাল হল৷
advertisement
এ দেশে ল্যাম্বরগিনি অ্যাভেন্টার রোডস্টারের দাম প্রায় ৫ কোটি ৭০ লক্ষ৷ বাবার জন্মদিনে নতুন অতিথিকে বাড়িতে নিয়ে আসেন স্বনামধন্য পুত্র প্রভাস৷ ইতিমধ্যেই এই গাড়ির সঙ্গে প্রভাসের ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করেছেন ভক্তরা৷
advertisement
আপাতত রাধে শ্যাম ছবি মুক্তির অপেক্ষায় প্রভাসের৷ তাঁর বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে৷ প্রেমের গল্প রাধে শ্যামের টিজার রিলিজে প্রভাসের রোম্যান্টিক রূপে মুগ্ধ ভক্তরা৷ আদিপুরুষ ছবিতেও তাঁর কাজ শুরু হয়েছে৷ এই ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, সইফ আলি খান, সানি সিং৷ এই ছবিটির নির্দেশনায় তানাজি খ্যাত পরিচালক ওম রাউত৷ ছবিটি রামায়ণের গল্পের উপর তৈরি হচ্ছে এবং এখানে প্রভাসকে দেখা যাবে রাম চরিত্রে৷ অন্যদিকে KGF পরিচালক প্রশান্ত নীল ও পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে আরও কিছু ছবি নিয়ে কথা হচ্ছে তাঁর৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prabhas: বাহুবলী প্রভাস, সাড়ে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি কিনে রাস্তায় দেখালেন কামাল! দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement