Prabhas: বাহুবলী প্রভাস, সাড়ে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি কিনে রাস্তায় দেখালেন কামাল! দেখুন ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আপাতত তাঁর রাধে শ্যাম ছবি মুক্তির অপেক্ষায়৷
#মুম্বই: তিনি বাহুবলী স্টার৷ আগে দক্ষিণী ছবিতে তিনি নিজের ক্যারিশমা দেখাতেন৷ এখন তিনি গোটা দেশে জনপ্রিয়৷ বাহুবলী খ্যাত প্রভাস একে একে ছবি করছেন বলিউডেও৷ তবে এবার তিনি যে কারণে খবরে এলেন, তা হল তাঁর সাড়ে ৫ কোটির গাড়ি! নতুন ল্যাম্বরগিনি অ্যাভেন্টার রোডস্টার কিনেছেন নায়ক৷ এবং সেই গাড়ি নিয়ে তিনি রাস্তায় বেরিয়ে পড়েছেন! সত্যিই তো আপাতত তাঁর যা জনপ্রিয়তা, তাতে এমন দামি গাড়িতেই তাঁকে মানায়৷ সুপারস্টারের গাড়ির রং কমলা৷ তিনি এই গাড়ি নিয়ে রাস্তায় নামতেই ভিডিও ভাইরাল হল৷
আরও পড়ুন Radhe Shyam Teaser Out:"রোমিও প্রেমে জীবন দিলেও, আমি পারব না"! কিলার লুকে মন জয় প্রভাসের, দেখুন
advertisement
এ দেশে ল্যাম্বরগিনি অ্যাভেন্টার রোডস্টারের দাম প্রায় ৫ কোটি ৭০ লক্ষ৷ বাবার জন্মদিনে নতুন অতিথিকে বাড়িতে নিয়ে আসেন স্বনামধন্য পুত্র প্রভাস৷ ইতিমধ্যেই এই গাড়ির সঙ্গে প্রভাসের ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করেছেন ভক্তরা৷
advertisement
#Prabhas First Ride on New Lamborghini
— Prabhas Trends ™ (@TrendsPrabhas) March 28, 2021
pic.twitter.com/xBWVzYcBcH
আপাতত রাধে শ্যাম ছবি মুক্তির অপেক্ষায় প্রভাসের৷ তাঁর বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে৷ প্রেমের গল্প রাধে শ্যামের টিজার রিলিজে প্রভাসের রোম্যান্টিক রূপে মুগ্ধ ভক্তরা৷ আদিপুরুষ ছবিতেও তাঁর কাজ শুরু হয়েছে৷ এই ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, সইফ আলি খান, সানি সিং৷ এই ছবিটির নির্দেশনায় তানাজি খ্যাত পরিচালক ওম রাউত৷ ছবিটি রামায়ণের গল্পের উপর তৈরি হচ্ছে এবং এখানে প্রভাসকে দেখা যাবে রাম চরিত্রে৷ অন্যদিকে KGF পরিচালক প্রশান্ত নীল ও পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে আরও কিছু ছবি নিয়ে কথা হচ্ছে তাঁর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2021 8:51 PM IST