Radhe Shyam Teaser Out:"রোমিও প্রেমে জীবন দিলেও, আমি পারব না"! কিলার লুকে মন জয় প্রভাসের, দেখুন

Last Updated:

প্রেমের দিনেই মুক্তি পেল প্রভাস-পূজার ছবি রাধে শ্যামের টিজার৷ আদ্যপান্ত প্রেমের ছবি মুক্তি পাবে হিন্দি সহ চারটি ভাষায়৷

#মুম্বই: ভক্তদের অপেক্ষা শেষ৷ মুক্তি পেল রাধে শ্যাম (Radhe Shyam) ছবি টিজার৷ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে প্রেমের এই ছবির এক ঝলক সামনে নিয়ে এল রাধে শ্যাম টিম৷ ছবিতে মুখ্য ভূমিকায় প্রভাস (Prabhas), পূজা হেগড়ে (Pooja Hegde), পরিচালক রাধে কৃষ্ণ কুমার (Radhe Krishna Kumar)৷
এক মায়াবী জগতে তৈরি করেছেন পরিচালক৷ টিজারে উঠে এসেছে তেমনই এক প্রেমের দৃশ্য৷ স্টেশনে প্রচুর মেয়েদের মাঝে নায়িকার মন জয়ের চেষ্টা করছেন নায়ক প্রভাস৷ দেখে মনে হবে যেন ঠিক রূপকথার কোনও গল্প৷ এমনভাবেই সেট তৈরি করেছেন পরিচালত রাধে কৃষ্ণ৷ তবে এই রূপকথায় কল্পনা থাকলেও, রয়েছে আধুনিকতার ছোঁয়া৷ তাই তো ট্রেন স্টেশনই বারেবারে নায়িকাকে ডেকে ওঠন নায়ক, কোনও স্বপ্ন রাজ্যে নয়৷
advertisement
তেমনভাবে তৈরি হয়েছে ছবির ডায়লগও৷ তাই তো পূজা যখন জিজ্ঞাসা করেন যে প্রভাস কী নিজেকে রোমিও মনে করেন, তাঁর সাফ উত্তর, রোমিও প্রেমের জন্য জীবন দিয়েছিল, আমি দেব না! অর্থাৎ এই প্রেম গদগদ হলেও, তাতে বাস্তবিকতা থাকছে৷ অন্তত ছবির সংলাপ সে কথাই তুলে ধরে৷ রাধে শ্যাম প্রেমের ছবি, যা থেকে মন ভাল করা অনুভূতি নিয়ে ফিরবেন দর্শকরা৷ এমনই প্রতিশ্রুতি পরিচালকের৷
advertisement
advertisement
মার্চে, অতিমারীর কারণে বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং৷ পরে ডিসেম্বরের ফের শুরু হয় শ্যুট৷ পূজা হেগ্রে, প্রভাস ছাড়াও ছবিতে রয়েছেন সত্যরাজ, ভাগ্যশ্রী, কুণাল রায় কাপুর, জগপতি বাবু, জয়রাম প্রমুখ৷ সম্প্রতি ছবির হিন্দি ভার্সানের জন্য দুই সঙ্গীত পরিচালেক সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক৷ ছবির তেলুগু ভার্সানের জন্যে সঙ্গীত করেছেন জাস্টিন প্রভাকর৷ হিন্দির জন্য সঙ্গীত করছেন মিথুন এবং মানান ভরদ্বাজ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Radhe Shyam Teaser Out:"রোমিও প্রেমে জীবন দিলেও, আমি পারব না"! কিলার লুকে মন জয় প্রভাসের, দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement