বাবা অন্য পুরুষে আসক্ত! শুনে ৮ বছরের ছেলে বলল 'its ok'!মায়ের চোখে জল, দেখুন ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
#মুম্বই: বাবা অন্য কাউকে পছন্দ করেন৷ এবং তিনি মহিলা নন, পুরুষ৷ এটাই ৮ বছরের ছেলেকে জানাতে গিয়েছিলেন মা৷ ছেলেকে তিনি প্রশ্ন করেছিলেন যে 'হোমোসেক্সুয়ালিটি' বা 'গে' শব্দের মানে কী সে জানে? বাবার এমন পদক্ষেপে কী সে চিন্তিত? মায়ের এসব প্রশ্নে ছোট্ট ছেলের প্রতিক্রিয়া ছিল ভাবলেশহীন৷ উল্টে মাকে সে প্রশ্ন করে যে এতে অস্বাভাবিক কী রয়েছে? এই শুনে মায়ের চোখে জল চলে এল৷
তবে এই চোখের জল দুঃখের নয়, আনন্দ ও গর্বের৷ কারণ তার বাবা আয়ুষ্মান খুরানা৷ তিনি এই মুহূর্তে বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম৷ তার পরবর্তী ছবি শুভ মঙ্গল জ্যায়দা সাবধান৷ সমকামীতা নিয়ে এই ছবি৷ দুই পুরুষের প্রেম নিয়ে এই ছবি৷ অয়ুষ্মান ও জিতেন্দ্র কুমারের প্রেম দেখা যাবে ছবিতে৷ এমনকী দু’জনের চুমুও পর্দায় উঠে আসবে৷ এই ছবি নিয়ে অভিনেতা আয়ুষ্মানের ছেলে মেয়ের কোনও সমস্যা হবে না তো? তা নিশ্চিত করতেই আয়ুষ্মানের স্ত্রী তাহিরা প্রশ্ন করেছিলেন তাদের ৮ বছরের ছেলেকে৷
advertisement
With the upcoming film the dad is doing, I wanted to be forthcoming with my 8 year old son. I asked him if he knows what homosexuality means or being gay means. He knew it. I asked him if he was ok with it. He replied...what’s there not be ok about. (Teary eyed and proud)
— Tahira Kashyap Khurrana (@tahira_k) January 27, 2020
advertisement
advertisement
ছেলের জানিয়ে দেয় যে সমকামীতায় তো কোনও সমস্যা নেই৷ এটা তো অস্বাভাবিক নয়৷ ছেলের এমন উত্তর শুনে মা বুঝলেন যে সেও অনেক পরিণত হয়েছে৷ তাই তো মায়ের চোখে জল এল৷শুধু বাবা অভিনেতা নন, মায়ের ক্যান্সার লড়াইয়ের সাক্ষীও তারা৷ তাই হয়ত এতটা উদার ও পরিণত হয়েছে আয়ুষ্মানের ছেলে৷ এমন সাহসী ছেলেকে নিয়ে যা লিখলেন অয়ুষ্মান পত্নী৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2020 4:32 PM IST