বাবা অন্য পুরুষে আসক্ত! শুনে ৮ বছরের ছেলে বলল 'its ok'!মায়ের চোখে জল, দেখুন ভিডিও

Last Updated:
#মুম্বই: বাবা অন্য কাউকে পছন্দ করেন৷ এবং তিনি মহিলা নন, পুরুষ৷ এটাই ৮ বছরের ছেলেকে জানাতে গিয়েছিলেন মা৷ ছেলেকে তিনি প্রশ্ন করেছিলেন যে 'হোমোসেক্সুয়ালিটি' বা 'গে' শব্দের মানে কী সে জানে? বাবার এমন পদক্ষেপে কী সে চিন্তিত? মায়ের এসব প্রশ্নে ছোট্ট ছেলের প্রতিক্রিয়া ছিল ভাবলেশহীন৷ উল্টে মাকে সে প্রশ্ন করে যে এতে অস্বাভাবিক কী রয়েছে? এই শুনে মায়ের চোখে জল চলে এল৷
তবে এই চোখের জল দুঃখের নয়, আনন্দ ও গর্বের৷ কারণ তার বাবা আয়ুষ্মান খুরানা৷ তিনি এই মুহূর্তে বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম৷ তার পরবর্তী ছবি শুভ মঙ্গল জ্যায়দা সাবধান৷ সমকামীতা নিয়ে এই ছবি৷ দুই পুরুষের প্রেম নিয়ে এই ছবি৷ অয়ুষ্মান ও জিতেন্দ্র কুমারের প্রেম দেখা যাবে ছবিতে৷ এমনকী দু’জনের চুমুও পর্দায় উঠে আসবে৷ এই ছবি নিয়ে অভিনেতা আয়ুষ্মানের ছেলে মেয়ের কোনও সমস্যা হবে না তো? তা নিশ্চিত করতেই আয়ুষ্মানের স্ত্রী তাহিরা প্রশ্ন করেছিলেন তাদের ৮ বছরের ছেলেকে৷
advertisement
advertisement
advertisement
ছেলের জানিয়ে দেয় যে সমকামীতায় তো কোনও সমস্যা নেই৷ এটা তো অস্বাভাবিক নয়৷ ছেলের এমন উত্তর শুনে মা বুঝলেন যে সেও অনেক পরিণত হয়েছে৷ তাই তো মায়ের চোখে জল এল৷শুধু বাবা অভিনেতা নন, মায়ের ক্যান্সার লড়াইয়ের সাক্ষীও তারা৷ তাই হয়ত এতটা উদার ও পরিণত হয়েছে আয়ুষ্মানের ছেলে৷ এমন সাহসী ছেলেকে নিয়ে যা লিখলেন অয়ুষ্মান পত্নী৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা অন্য পুরুষে আসক্ত! শুনে ৮ বছরের ছেলে বলল 'its ok'!মায়ের চোখে জল, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement