''২১ বছর চেষ্টা করেও মালাইকাকে ধরে রাখতে পারিনি''...ইমোশনাল আরবাজ

Last Updated:
#মুম্বই: ১৮ বছরের দাম্পত্য জীবনের শেষে, গতবছর বিবাহ বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার! বলিটাউনের অলিতে গলিতে কান পাতলেই শোনা যায়, অর্জুন কাপুরের জন্যই নাকি সম্পর্ক ভেঙেছিল আরবাজ-মালাইকার। অর্জুন প্রথমে প্রেম প্রেম খেলা খেললেল সলমনের ছোট বোন অর্পিতা খানের সঙ্গে। সেই প্রেমের রেলগাড়ি চলাকালীনই, ট্র্যাক বদলিয়ে অনয় স্টেশন! অর্পিতার বৌদি 'অল টাইম সেক্সি সিরেন' মালাইকা! শুরু হল হাবুডুবু খাওয়া প্রেম! এই ঘটনায় কান পরিবারেও বেশ অশান্তি দেকা দিয়েছিল!
সেইসময় বাবা বনি কাপুরের পরামর্শে কিছুদিন অর্জুন দূরত্ব বজায় রেখেছিলেন মালাইকার থেকে, কিন্তু আগুন আর ঘি-কে কতক্ষণ আর আলাদা রাখা যায়? ইদানীং তাঁদের প্রেম জমে কুলপি! শোনা যাচ্ছে, আগামী বছর তাঁরা বিয়েও করছেন।
কিন্তু এত ঘটনার ঘনঘটার মধ্যে চুপচাপই ছিলেন আরবাজ! তবে, সম্প্রতি তাঁর আগামী ছবি 'জ্যাক অ্যান্ড দিল'-এর প্রচার অনুষ্ঠানে তিনি মুখ খুললেন! বললেন, '' ''পারফেক্ট রিলেশনশিপ বলতে ঠিক কী বোঝায় তা আমার জানা নেই। আমি ২১ বছর ধরে পারফেক্ট রিলেশনশিপ তৈরির চেষ্টা করেছি কিন্তু সফল হইনি। দুধরনের মানুষ হয়!কিছু মানুষ সবকিছু পেয়েও আরও পেতে চায়। কিছু মানুষ যা পেয়েছে তাই নিয়েই সুখে থাকে। একটা পারফেক্ট রিলেশন তৈরির নেপথ্যে অনেক পরিশ্রম, কষ্ঠ, ডেডিকেশ থাকে।''
advertisement
advertisement
মালাইকার অবশ্য অভিযোগ, আরবাজ যথেষ্ঠ রোজগার করেন না। এই নিয়েই  তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
''২১ বছর চেষ্টা করেও মালাইকাকে ধরে রাখতে পারিনি''...ইমোশনাল আরবাজ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement