• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • রিল নয়, বাস্তবে কে অমিতাভকে শাহরুখের বাবা ভাবে বলুন তো ?

রিল নয়, বাস্তবে কে অমিতাভকে শাহরুখের বাবা ভাবে বলুন তো ?

Photo Courtesy: Instagram

Photo Courtesy: Instagram

 • Share this:

  #মুম্বই: আমিতাভ বচ্চন -বলিউডের শেহেনশা ৷ শাহরুখ খান-বলিউড বাদশা ৷ দুজনের জনপ্রিয়তায় কোন তুলনাই নেই ৷ কিন্তু কোথাও যেন অভিনেতা হিসেবে তুলনা উঠে আসে দুই সুপারহিরোর, যাতে অমিতাভ শাহরুখকে কয়েক গোলে হারাতেই পারেন ৷ ভক্তদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে ৷ তাই বিগ বি ও শাহরুখে মুখোমুখি আনতে হলে স্ক্রিপ্টও তেমন হয় ৷ মহব্বতে হোক বা কভি খুশি কভি গম ৷ কিন্তু এই অমিতাভকে শাহরুখের বাবা ভাবে একজন ৷ রিল নয়, রিয়েলে ! কে বলুন তো ? জানালেন খোদ বিগ বি ৷

  নাতনি আরাধ্যার জন্মদিনে পার্টিতে বলিউডের প্রায় সব খুদেরাই হাজির ছিল ৷ সকলেরই হট ফেভারিট অমিত দাদু ! কিন্তু শাহরুখ পুত্র আবরামের যেন ভীষণ আপন অমিতাভ ৷ কিছুতেই বিগ বি-র সঙ্গ ছাড়তে চায় না সে ৷ কারণ আর কেউ না হোক সে বিশ্বাস করে অমিতাভ তার ঠাকুরদা, বাবার বাবা !

  আরও পড়ুন মা হলেন নেহা ধুপিয়া

  আর আবরামের এই ভাবনা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অমিতাভ ৷ খুব সুন্দর করেই লিখেছেন তিনি ৷ বলেছেন 'এই খুদেটি শুধু ভাবে না মনে প্রাণে বিশ্বাস করে যে আমিই ওর বাবার বাবা ! কেন আমি ওদের সঙ্গে থাকি না, এটাই ওর চিন্তা !' দেখুন অমিতাভের সেই পোস্ট ...

  Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram
  First published: