Happy Birthday Akshay Kumar: 'নিশ্চয়ই মা গাইছেন হ্যাপি বার্থডে!' মায়ের মৃত্যুর পরের দিনই জন্মদিনে আবেগাতুর অক্ষয়!
- Published by:Pooja Basu
Last Updated:
ঠিক কী লিখেছেন অক্ষয় কুমার তাঁর ৫৪ বছরের জন্মদিনে পা রেখে (Akshay Kumar turned 54) মা-কে হারানোর একেবারে পরের দিনে?
#মুম্বই: যাঁর সৌজন্যে এই পৃথিবীতে আসা, সেই মানুষটি-ই যদি জন্মদিনে উপস্থিত না থাকেন, তাহলে কেমন লাগতে পারে? সেই মানুষটির মৃত্যুর ঠিক পরের দিনেই যদি জন্মদিন কড়া নাড়ে দরজায়, তাহলে মনের অবস্থাটা ঠিক কী রকম হতে পারে? সে কথা খুব স্পষ্ট ভাবে এবার জানান দিচ্ছে অক্ষয় কুমারের (Akshay Kumar) সোশ্যাল মিডিয়া পোস্ট।
চলতি সপ্তাহের শুরুর দিক থেকেই মা অরুণা ভাটিয়ার (Aruna Bhatia) অসুস্থতাজনিত কারণে অক্ষয় কুমারের নাম নতুন করে উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগে। জানা গিয়েছিল যে সেই সময়ে বিদেশে এক ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন নায়ক। তবে মায়ের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়েই সব কাজ বাতিল করে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসেন মুম্বইয়ে নিজের বাসভবনে। সেই সময়ে মুম্বইয়ের হিরানন্দানি হসপিটালের (Hiranandani Hospital) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (Intensive Care Unit) ভর্তি ছিলেন অরুণা। অবস্থার অবনতি হতে শুরু করলে অবশেষে বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
advertisement
আরও পড়ুন Akshay Kumar mother dead: অক্ষয় কুমারের মায়ের মৃত্যু, 'বুকের ভিতরটা ফেটে যাচ্ছে', জানালেন অভিনেতা
advertisement
আর তার ঠিক পরের দিন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ৫৫ বছরে পা রাখলেন অক্ষয় কুমার। সঙ্গত কারণেই এই জন্মদিন তাঁর কোনও দিক থেকেই ভালো যাওয়ার কথা নয়। ফলে, জল্পনা ছিল ভক্তমহলে, এবার হয় তো একেবারে চুপচাপ থাকবেন নায়ক! কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সদ্যপ্রয়াত মা-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন খুললেন তিনি।
advertisement
Would have never liked it this way but am sure mom is singing Happy Birthday to me from right up there! Thanks to each one of you for your condolences and wishes alike. Life goes on. pic.twitter.com/PdCGtRxrvq
— Akshay Kumar (@akshaykumar) September 9, 2021
advertisement
ঠিক কী লিখেছেন অক্ষয় কুমার তাঁর ৫৪ বছরের জন্মদিনে পা রেখে, মা-কে হারানোর একেবারে পরের দিনে?
অক্ষয় কুমারের অফিসিয়াল Twitter হ্যান্ডেল থেকে যে ট্যুইট-বার্তাটি পাওয়া গিয়েছে, তা সন্দেহ নেই, বেশ বিষণ্ণতায় ভরা! সঙ্গের ছবিতে দেখা যাচ্ছে মায়ের আদর চোখ বুজে উপভোগ করছেন তিনি। লেখায় নায়ক সবার আগে স্পষ্টাস্পষ্টি জানিয়ে দিতে দ্বিধা করেননি যে ঠিক এই রকম ভাবে ব্যাপারটা তিনি পছন্দ করছেন না! বক্তব্যের পরের ধাপে কোন ব্যাপার, সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন, লিখেছেন যে মা যেখানেই থাকুন না কেন, সেখান থেকে নিশ্চয়ই তাঁর জন্য হ্যাপি বার্থডে গাইছেন, এই নিয়ে তাঁর মনে কোনও সন্দেহ নেই! একেবারে শেষে ভক্তদের সবাইকে তাঁদের শোকসহানুভূতি এবং জন্মদিনের শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি নায়ক, লিখেছেন- 'Life Goes On', জীবন এগিয়ে চলে, সে থেমে থাকে না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2021 1:35 PM IST