অক্ষয়ের ছবি বেল বটম-এর মুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত!

Last Updated:

‘বেল বটম’ মুক্তির জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন পুরো টিম। স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহে এই সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে।

‘বেল বটম’ সিনেমার নির্মাতারা আপাতত ২৭ জুলাই ছবি মুক্তির দিন হিসাবে ঘোষণা করেছেন। তারপর থেকে টিনসেল টাউনে ছবি মুক্তির দিন নিয়ে সমালোচনা শুরু হয়েছে কারণ, বলিপাড়ার প্রায় সব ছবি শুক্রবার মুক্তি পায়। সেই জায়গায় ২৭ জুলাই দিনটি মঙ্গলবার পড়েছে। এদিকে সেইদিন কোনও উৎসব কিংবা ছুটির দিনও নয়। আসল ব্যাপারটা হল, খিলাড়ি কুমারের জন্য লাকি নম্বর ৯। ২৭ অর্থাত ২+৭ = ৯। অক্ষয় সবদিক বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু, একটি বিশ্বস্ত সূত্র মারফৎ একটি বড় খবর সামনে এসেছে। করোনা পরিস্থিতির কারণে, যদি বহু চর্চিত এই সিনেমা মুক্তিতে বিলম্ব ঘটে তাহলে নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নেবে। সেই জায়গায় প্রথমেই নাম আসছে অ্যামাজন প্রাইম ভিডিওর (Amazon Prime Video) নাম। ‘বেল বটম’ মুক্তির জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন পুরো টিম। স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহে এই সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে।
advertisement
ছবি নির্মাতারা বিশ্বস্ত সূত্রের কাছে দাবি করেছে, এই সময় ষোলো থেকে সতেরো দিনে একটি এক্সক্লুসিভ থিয়েটেরিকাল উইন্ডো তৈরি হতে পারে। প্রসঙ্গত, এই ছবির শুটিং-এর জন্য ভারতের বাইরে যেতে হয়েছিল অক্ষয়-সহ গোটা টিমকে স্কটল্যান্ডে পৌঁছানোর পর দুসপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। এরপর সমস্ত করোনাবিধি মেনে এই ছবির শুটিং শেষ হয়। তাই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছে গোটা টিম-সহ অক্ষয়ের ভক্তরা। ডিজিটাল প্রিমিয়ারে সিনেমাটিকে কতটা লক্ষ্মী লাভ করাতে পারবে সেদিকেও নজর থাকবে। যদিও সমালোচকরা তৈরি রয়েছে। সেরকম কোনও খারাপ প্রতিক্রিয়া না পাওয়া গেলে বেল বটম গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছে বিনোদন বিশেষজ্ঞরা।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্ষয়ের ছবি বেল বটম-এর মুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement