ঋষির মৃত্যুর পরে একাই থাকেন নীতু, ছেলেমেয়েদের ঘেঁষতে দেন না কাছে! পারিবারিক কলহ না ব্যক্তিগত সিদ্ধান্ত?

Last Updated:

ঋষির মৃত্যুর পরেও মুম্বইতে নিজের বাড়িতে একাই থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী।

#মুম্বই: প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের (Rishi Kapoor) সঙ্গে তাঁর দাম্পত্যজীবন এবং ছেলে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনির (Riddhima Kapoor Sahni) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বরাবরই অকপট থেকেছেন নীতু কাপুর (Neetu Kapoor)। গত বছর এপ্রিল মাসের ৩০ তারিখ প্রয়াত হন ঋষি। দীর্ঘ দিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। তবে ঋষির মৃত্যুর পরেও মুম্বইতে নিজের বাড়িতে একাই থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী। অথচ চাইলেই তিনি মেয়ে বা ছেলের সঙ্গে থাকতে পারতেন। যদিও নীতুর বক্তব্য তিনি যথেষ্ট সচেতন ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারেীনিতু বলেছেন যে তিনি চান ছেলেমেয়েরা তাঁদের পেশাদারি ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাক। মা হিসেবে নীতু বরাবরই কড়া মেজাজের। আর এখানেই তাঁর সেই বলিষ্ঠ ব্যক্তিত্ব ফুটে উঠেছে। ছেলেমেয়েরা দূরে থাকলেই ভালোবাসা কমে যায় বা এটা প্রমাণ হয় যে তাঁরা বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল নয়, এটা একেবারেই বিশ্বাস করেন না তিনি। বরং একা থাকার সিদ্ধান্ত নেওয়ার পরেই ছেলেমেয়েকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে মনের মধ্যে থাকো কিন্তু মাথায় ওঠার চেষ্টা করো না। ছেলেমেয়েরা যথেষ্ট বড় হয়ে গিয়ে নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত হলেও নীতু যে এখনও তাঁদের অভিভাবক সেটা ভালোই বুঝিয়ে দিয়েছেন তিনি।
advertisement
অতিমারীর সময়ে মেয়ে ঋদ্ধিমা প্রায় এক বছর নীতুর সঙ্গে ছিলেন। কিন্তু এতে নিশ্চিন্ত হওয়ার পরিবর্তে আরও বেশি করে অস্থিরতায় ভুগতেন তিনি। তাঁর মনে হত নাতি ভরত একা রয়েছে। ফলে ঋদ্ধিমার সেখানেই থাকা উচিত। বলতে গেলে এক প্রকার জোর করেই মেয়েকে ঠেলেঠুলে শ্বশুরবাড়ি পাঠিয়েছেন তিনি। নিজের ব্যক্তিগত পরিসর নিয়ে সচেতন নীতু কখনওই চাননি যে তাঁকে নিয়ে অযথা কেউ ব্যস্ত হয়ে পড়ুক।
advertisement
advertisement
একাকী মাকে সঙ্গ দিতে দিল্লি থেকে এসেছিলেন ঋদ্ধিমা। দু'জনে রান্নাবান্না করে এবং একে অপরের চুল কেটে দিয়ে বেশ ভালোই সময় কাটিয়েছেন। তবে নীতু একা থাকায় অভ্যস্ত হয়ে গিয়েছেন ফলে ঋদ্ধিমাকে তিনি বাড়ি পাঠিয়ে দিয়েছেন।
পুরনো দিনের স্মৃতিচারণে নীতু বলেন যে ছেলেমেয়েরা যখন বড় হয়ে বিদেশে পড়তে গেল সেটা একটা অদ্ভুত সময় ছিল। ঋদ্ধিমা যখন প্রথম বিদেশে যান, তখন তিনি খুবই কান্নাকাটি করতেন। ভেঙে পড়তেন নীতুও। তবে রণবীরের বেলায় অনেকটাই সামলে নিয়েছিলেন তিনি।
advertisement
ছেলেমেয়ের প্রতি মা নীতুর বার্তা এটুকুই যে রোজ দেখা করতে হবে না, তবে যোগাযোগটুকু রাখলেই তিনি খুশি।
আগামী দিনে অনিল কাপুর (Anil Kapoor) ও বরুণ ধাওয়ানের (Varun Dhawan ) সঙ্গে যুগ যুগ জিও (Jug Jugg Jeeyo) ছবিতে দেখা যাবে নীতুকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঋষির মৃত্যুর পরে একাই থাকেন নীতু, ছেলেমেয়েদের ঘেঁষতে দেন না কাছে! পারিবারিক কলহ না ব্যক্তিগত সিদ্ধান্ত?
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement