Sameera Reddy Depression: শরীর ফুলেছিল, তবুও ৮ মাসের গর্ভবতী অভিনেত্রী করেছিলেন বিকিনি শ্যুট!

Last Updated:

এখন তিনি (Sameera Reddy) বিন্দাস! দুই সন্তানকে নিয়ে খুশিতে কাটে তাঁর সময়৷

Actress Sameera Reddy
Actress Sameera Reddy
#মুম্বই: মা হওয়ার কী মুখের কথা! এমন বলে থাকেন বহু মায়েরা৷ এবং এটা যে শুধুই কথার কথা নয়, তা আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী সমীরা রেড্ডি (Sameera Reddy)৷ বহু বার তিনি post-partum depression বা সন্তান প্রসবের পরবর্তীতে হতাশা নিয়ে মুখ খেলেছেন৷ মাদার্স ডে (Mother's Day)উপলক্ষ্যে আবারও সেই কথা বললেন অভিনেত্রী সমীরা রেড্ডি৷ বহু অভিনেত্রীই মাতৃত্বের কথা বলেন, মাতৃত্ব নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা আলোচনা করেন৷ তবে প্রসব পরবর্তী হতাশার কথা সমীরা ছাড়া এমন খুল্লম খুল্লা কমই বলেছেন অন্যরা৷ দু’টি সন্তান রয়েছে সমীরার৷ প্রথম সন্তানের জন্মের সময় সমীরার ওজন ১০৫ কেজি হয়ে যায় (Actress Sameera Reddy 105 kgs)৷ যিনি একসময় সিলভার স্ক্রিনে নিজের ক্যারিশ্মায় সকলে মুগ্ধ করেছেন, সেই অভিনেত্রীর ১০৫ কেজি! নিজেও তা মেনে নিতে পারেননি সমীরা৷ এরই সঙ্গে তাঁর চুল ওঠার সমস্যা দেখা দেয়৷ সন্তানকে নিয়ে খুশি হবেন কী, নিজের অবস্থা দেখে আঁতকে ওঠেন সমীরা৷ চূড়ান্ত হতাশায় ভুগতে থাকেন৷
তাঁর স্বামী অক্ষয় ভারদে সবসময় তাঁকে সাহায্য করতেন৷ সন্তানও স্বাস্থ্যবান ও সুস্থ জন্মায়৷ তারপরও কিছুতেই হতাশা (Actress Depression) থেকে নিজেকে মুক্ত করতে পারছিলেন না সমীরা৷ সিনেমা জগৎ এমনকী সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি৷ একদিকে মানসিক যন্ত্রণা অন্যদিকে শারীরিক সমস্যায় নাজেহাল হতে থাকেন সমীরা৷ তবে ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা শুরু করেন তিনি৷ তিনি হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন৷ নিজের প্রতি যত্ন নিতে শুরু করেন৷ দু’বছর পর তিনি সোশ্যাল মিডিয়ায় ফিরে আসেন৷ সেখানেও তাঁকে নানা বিধ প্রশ্নের মুখোমুখি হতে হয়৷ এরপর দ্বিতীয়বার তিনি সন্তানসম্ভবা হন৷ তবে এবার আর চুপিসারে মন খারাপ নয়, সকলের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নিতে শুরু করেন অভিনেত্রী৷
advertisement
advertisement
advertisement
"আমি মুড সুইং থেকে আমার শরীরের সমস্যার কথা সোজাসুজি বলতে থাকি সোশ্যাল মিডিয়ায়৷ এরপর ৮ মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন আমি জলের তলায় বিকিনি (Underwater Bikini Shoot pregnancy) শ্যুট করি৷ তখন আমার ৯০ শতাংশ পুরুষ ফলোয়ার ছিলেন৷ তবে এখন আমায় ফলো করেন ৭০ শতাংশ মহিলা৷ কারণ মহিলারা আমার সঙ্গে নিজেদের মিল খুজে পান৷ আমি খুব খুশি এই পরিবর্তনে৷ আগে শরীরে একটু মেদ জমলেই আমি চঞ্চল হয়ে পড়তাম আমায় ক্যামেরায় কেমন লাগবে ভেবে৷ এখন আমার বয়স ৪২, আমি স্থুল এবং আমি সেই নিয়েই খুশি!" জানিয়েছেন দুই সন্তানের মা সমীরা রেড্ডি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sameera Reddy Depression: শরীর ফুলেছিল, তবুও ৮ মাসের গর্ভবতী অভিনেত্রী করেছিলেন বিকিনি শ্যুট!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement