ডাকসাইটে বলি অভিনেত্রীর মেয়ের ট্যালেন্টে কাঁপছে নেট দুনিয়া! দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মেয়ের ট্যালেন্ট দেখে অবাক হলেন মা নিজেই৷
#মুম্বই: মা বলিউডের নামী অভিনেত্রী৷ তাঁর প্রচুর ভক্ত৷ তাঁর মেয়েও যে সমান প্রতিভাবান সেটা কেউ জানতেন না৷ এবার পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে ধরা পড়ল সেই গোপন প্রতিভা৷ রবিনা ট্যন্ডন ও তাঁর পরিবার গিয়েছেন মধ্য প্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প দর্শনে৷ সেখানে গিয়ে মেয়ের ট্যালেন্ট দেখে অবাক হলেন মা রবিনা (Raveena Tandon) নিজেই৷ সে কথা তিনি ভাগ করে নিলেন সকলের সঙ্গে৷
জঙ্গল সাফারি করতে গিয়ে নিজে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি৷ লিখেছেন যে, নিজের ভাল লাগাকে মর্যাদা দিলেই খুশি থাকা যায়৷ সেখানে দেখা গিয়েছে জিপে চড়ে লম্বা লেন্সের মাধ্যমে ছবি তুলছেন তিনি৷
advertisement
advertisement
এরই সঙ্গে আরও বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন যেগুলি তুলেছে তাঁর মেয়ে রশা থাডানি৷ ছবিগুলি এতটাই সুন্দর ও আকর্ষণীয় যে, তা সকলকে মুগ্ধ করেছে৷ ছবিতে জ্বলজ্বল করছে বাঘ মশাই! এবং রবিনা কন্যা সেই ছবি তোলা দেখে মনে হচ্ছে যে তিনি খুবই পারদর্শী ছবি তোলার বিষয়৷ খুবই অনবদ্য সেই ছবি, যা নিয়ে নেটিজেনদের মধ্যেও চর্চা হচ্ছে৷ সকলে তার প্রশংসা করছেন৷
advertisement
advertisement
advertisement
সকলের একটাই কথা মা কাঁপিয়েছেন পর্দায় আর মেয়ে নিজের দক্ষতা দেখাচ্ছে পর্দার পিছনে!
advertisement
রবিনা কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন বজরং নামের একটি বাঘের৷ জঙ্গল সাফারির সময় তার দর্শন মেলে৷ একসময় সেই বাঘটি রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত হয়৷ গাড়ির সামনে থেকে তাকে দেখতে পান রবিনা ও তাঁর পরিবার৷ যা দেখে তাঁরা সকলেই উচ্ছ্বসিত৷ কারণ জঙ্গলে পৌঁছতে কিছুটা দেরি হয় থাডানি পরিবারের৷ তাই তাঁরা ভেবেছিলেন যে মনের মতো জঙ্গল সাফারি হবে না৷ সেভাবে পশুদের দেখা মিলবে না এবং বাঘেরও দেখা মিলবে না বলে ভেবেছিলেন তাঁরা৷ তবে মনের ইচ্ছা তাঁদের পূরণ হয়েছে৷ সঙ্গে মেয়ের তোলা ছবিতে গর্বিত হয়েছেন মা রবিনাও৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2021 8:38 PM IST