কালো ক্রপটপ, ক্লিভেজের অবিরাম প্রদর্শন, হানি সিংয়ের গানে নেচে Viral Video অভিনেত্রীর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কামাল ডান্সের ভাইরাল ভিডিও৷
#মুম্বই: টেলিভিশন দুনিয়া কাঁপানো অভিনেত্রী নিয়া শর্মা (Nia Sharma)৷ নিজের অভিনয় আর সঙ্গে বোল্ড আন্দাজ দুইয়ের কম্বিনেশনে একেবারে পারফেক্ট চয়েস হয়ে উঠেছেন দর্শকদের কাছে৷ তাই মাঝেমধ্যেই শিরোনামে থাকেন এই টিভি অভিনেত্রী৷ নিজের গ্ল্যামারাস ছবি সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিতই আপডেট করেন এই সুন্দরী৷ এছাড়া সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণই অ্যাক্টিভ৷ নিজের সাহসী ছবি দিয়ে, লাস্যময়ী নাচ দেখিয়ে একেবারে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যান তিনি৷
advertisement
advertisement
সদ্যই নিয়া শর্মা ইনস্টাগ্রামে তাঁর একটি জবরদস্ত নাচের ছবি পোস্ট করেছেন৷ এই ভিডিওতে তিনি ইয়ো ইয়ো হানি সিংয়ের গান সাঁইয়া জি (Saiyaan Ji) কোমর দুলিয়েছেন৷ এই গানের অরিজিনাল মিউজিক ভিডিওতে নুসরত ভারুচা নাচ করে লোকের মন জিতে নিয়েছিলেন৷ তাই তাঁকেই টক্কর দিতে শরীরি হিল্লোলে একেবারে বাজিমাত করতে চেয়েছেন নিয়া শর্মা৷
advertisement
তবে এই ভিডিও-র ট্যাগলাইনে তিনি লিখে দিয়েছেন এই নাচ তাঁর দ্বারা হবে না৷ তিনি লিখেছেন, ‘‘Bola tha jaane de Jaane de’ par @sachinsharmadance na maana!😀 Dance isn’t my forte!
Choreography and direction By: @Sachinsharmadance৷ ’’
নিয়া শর্মা ভিডিও শেয়ার করে এই কথা লিখলেও তাঁর ক্লিভ লাইন দেখানো পোশাক উত্থিত নিতম্বের অবিরাম ওঠা পড়া এবং শরীরি লাস্যের কম্বোতে দর্শকরা বোল্ড আউট হচ্ছেন নিঃসন্দেহে৷ কারণ ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ভিডিওটির ভিউ পাঁচ লক্ষ ছাড়িয়েছে৷
advertisement
তবে কেউ কেউ আবার বক্রোক্তিও করেছেন, লিখেছেন মজা নেহি আয়া বহনা, কেউ আবার লিখেছেন ঠিক বলেছেন নাচ আপনার দ্বারা হবে না৷
কালো ক্রপ টপ তাও আবার এমন করে বানানো যে ক্লিভেজ অবিরাম স্বচ্ছন্দে দেখা যাচ্ছে তার সঙ্গে দারুণ নাচ এই কম্বোকে সমালোচনা করলেও একটা ক্লিক দিয়ে যাচ্ছেন ফ্যান , তাঁর সঙ্গে নিন্দুকরাও৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2021 8:47 AM IST