কালো ক্রপটপ, ক্লিভেজের অবিরাম প্রদর্শন, হানি সিংয়ের গানে নেচে Viral Video অভিনেত্রীর

Last Updated:

কামাল ডান্সের ভাইরাল ভিডিও৷

#মুম্বই: টেলিভিশন দুনিয়া কাঁপানো অভিনেত্রী নিয়া শর্মা (Nia Sharma)৷ নিজের অভিনয় আর সঙ্গে বোল্ড আন্দাজ দুইয়ের কম্বিনেশনে একেবারে পারফেক্ট চয়েস হয়ে উঠেছেন দর্শকদের কাছে৷ তাই মাঝেমধ্যেই শিরোনামে থাকেন এই টিভি অভিনেত্রী৷ নিজের গ্ল্যামারাস ছবি সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিতই আপডেট করেন এই সুন্দরী৷ এছাড়া সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণই অ্যাক্টিভ৷ নিজের সাহসী ছবি দিয়ে, লাস্যময়ী নাচ দেখিয়ে একেবারে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যান তিনি৷
View this post on Instagram

A post shared by Nia Sharma (@niasharma90)

advertisement
advertisement
সদ্যই নিয়া শর্মা ইনস্টাগ্রামে তাঁর একটি জবরদস্ত নাচের ছবি পোস্ট করেছেন৷ এই ভিডিওতে তিনি ইয়ো ইয়ো হানি সিংয়ের গান সাঁইয়া জি (Saiyaan Ji) কোমর দুলিয়েছেন৷ এই গানের অরিজিনাল মিউজিক ভিডিওতে নুসরত ভারুচা নাচ করে লোকের মন জিতে নিয়েছিলেন৷ তাই তাঁকেই টক্কর দিতে শরীরি হিল্লোলে একেবারে বাজিমাত করতে চেয়েছেন নিয়া শর্মা৷
advertisement
তবে এই ভিডিও-র ট্যাগলাইনে তিনি লিখে দিয়েছেন এই নাচ তাঁর দ্বারা হবে না৷ তিনি লিখেছেন, ‘‘Bola tha jaane de Jaane de’ par @sachinsharmadance na maana!😀 Dance isn’t my forte!
Choreography and direction By: @Sachinsharmadance৷ ’’
নিয়া শর্মা ভিডিও শেয়ার করে এই কথা লিখলেও তাঁর ক্লিভ লাইন দেখানো পোশাক উত্থিত নিতম্বের অবিরাম ওঠা পড়া এবং শরীরি লাস্যের কম্বোতে দর্শকরা বোল্ড আউট হচ্ছেন নিঃসন্দেহে৷ কারণ ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ভিডিওটির ভিউ পাঁচ লক্ষ ছাড়িয়েছে৷
advertisement
তবে কেউ কেউ আবার বক্রোক্তিও করেছেন, লিখেছেন মজা নেহি আয়া বহনা, কেউ আবার লিখেছেন ঠিক বলেছেন নাচ আপনার দ্বারা হবে না৷
কালো ক্রপ টপ তাও আবার এমন করে বানানো যে ক্লিভেজ অবিরাম স্বচ্ছন্দে দেখা যাচ্ছে তার সঙ্গে দারুণ নাচ এই কম্বোকে সমালোচনা করলেও একটা ক্লিক দিয়ে যাচ্ছেন ফ্যান , তাঁর সঙ্গে নিন্দুকরাও৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কালো ক্রপটপ, ক্লিভেজের অবিরাম প্রদর্শন, হানি সিংয়ের গানে নেচে Viral Video অভিনেত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement