চুমু খেয়ে দোকানের মালিকানা দিয়ে দিলেন ‘ঋদ্ধিমা ঘোষ’ !

Last Updated:
#কলকাতা: একটা উষ্ণ চুম্বন ৷ আর তার বদলেই একটি দোকানের মালিকানার হাতবদল ৷ সঙ্গে মন দেওয়া নেওয়া ৷ আর পরিচালক সপ্তর্ষি মজুমদারেরে হাত ধরে এই কাণ্ডটাই করলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ ৷
তবে বাস্তবের সঙ্গে কিন্তু দূর-দূরান্ত পর্যন্ত এর কোনও সম্পর্ক নেই ৷ গোটাটাই ঘটেছে রিল লাইফে ৷ আসলে আগামী ২৭ নভেম্বর থেকে একটি জাতীয়স্তরের ওয়েব পোর্টালে সম্প্রচারিত হতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘দ্য বিগ বং কানেকশন’৷ আর সেই ওয়েব সিরিজের ট্রেলারই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ৷
1ওয়েব সিরিজের একটি দৃশ্যে শামুন এবং ঋদ্ধিমা ৷
advertisement
advertisement
এবার আসা যাক ওয়েব সিরিজের বিষয়বস্তুর কথায় ৷ এই তো কিছুদিন আগে ফেস্টিভ মুড থেকে উঠে আবার অফিস ডেস্কে কম্পিউটারের সামনে বসে হাসফাঁস করায় অভ্যস্ত হতে শুরু করেছে বাঙালি ৷ বাঙালি মানেই মাছ-ভাত, বাঙালি মানেই ওল্ড মঙ্ক আর ফুচকার প্রতি ভয়ানক আবেগ, বাঙালি মানেই কাঁধে ঝোলা নিয়ে নন্দন চত্বরে আড্ডা কিংবা সরকারি চাকরি করে সুখ নিদ্রা যাপন-এই ধারণাটা বোধ হয় এই প্রজন্মকে বোঝানোর জন্য যথেষ্ট নয় ৷ জেনারেশন এক্স হোক কী ওয়াই, কোলকাতা থেকে ভীষণ রকম দূরে থেকে, মাছভাতের গণ্ডী পরিয়ে পিৎজা, বার্গারে পেট ভরিয়েও যে মনে প্রাণে বাঙালি হওয়া যায়, এই ধারণাটাতেই অনেক বেশি স্বস্তি বোধ করে! এমনই দু’জন বাঙালির গল্প নিয়ে আসছে সপ্তর্ষি মজুমদারের ‘দ্য বিগ বং কানেকশন!’
advertisement
এই বং ব্যাপারটা ঠিক কী, এটা নিয়ে নানা মুনির নানা মত! কোলকাতা ছেড়ে থাকা একলা বাঙালিরা ভীষণ নাক উঁচু করে বলে, বং একটা স্পেশাল কেমিক্যাল সলিউশন, যা কেবল আর কেবল বাঙালির শরীরেই পাওয়া যায়! পৃথিবীর যে কোনও কোনে থেকেও তাই তো নিজেদের আবেগ থেকে বের হতে পারে না এই জেনারেশন এক্স বং! সপ্তর্ষি মজুমদার পরিচালিত দ্য বিগ বং কানেকশন – রোহিত আর স্নেহার গল্প, টিজার আউট হয়েছে সদ্য!যেখানে মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শামুন আহমেদে এবং ঋদ্ধিমা ঘোষকে ৷
advertisement
33একটি দৃশ্যে মিঠু চক্রবর্তী, ঋদ্ধিমা ও শামুন  ৷
চাকরি ছেড়ে শেফ হয়ে ওঠাতেই গোটা মন উজার করে দেন রোহিত ৷ তা ঘিরে তৈরি হয় বিভিন্ন রকম চাপাউতোর ৷ এর মাঝেই দেখা হয় স্নেহার সঙ্গে ৷ এরই সঙ্গে সুন্দরী বিদেশি বান্ধবীও এসে হাজির ৷ এরপর ? সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় ৷ তবে ভিতরের গল্পটা কী? সেটার বিন্দু বিসর্গ খোঁজ নেই এই টিজারে! হাইলি গসিপ প্রিয় বাঙালির রোজকার জীবনের গল্প নিয়ে যে একটা অভিনব কিছু দেখানোর চেষ্টা তা টিজারে প্রমাণিত! আর সব থেকেবড় বিষয় হল-জাতীয় ওয়েব পোর্টালের জন্য তৈরি ইংরেজি ও হিন্দি ভাষার এই ওয়েব সিরিজটির গোটাটাই তৈরি হয়েছে এই শহরেই ৷
advertisement
এটাই কিন্তু সপ্তর্ষির প্রথম কাজ নয় ৷ এর আগে একটি ওয়েব চ্যানেলের জন্য পরিচালনার দায়িত্ব সামলেছেন ৷ এরই সঙ্গে করেছেন অনেকগুলি বিজ্ঞাপনের কাজও ৷
ab2ad395-8314-4d23-8b02-1eec17bbfcaeওয়েব সিরিজটির শুটিংয়ে শামুন ও ঋদ্ধিমা ৷
গল্প লিখেছেন চন্দ্রোদয় পাল এবং সপ্তর্ষি। অভিনয়ে আরও রয়েছেন ঋ সেন, দেবপ্রিয় মুখোপাধ্যায়, মিঠু চক্রবর্তী প্রমুখ। সিরিজটির গল্পের সঙ্গে সাযুজ্য রেখে রয়েছে মনছোঁয়া আবহসঙ্গীত এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের কম্পোজিশনে নিকিতা গান্ধি এবং সূর্য ভট্টাচার্যদের গলায় গান। ট্রেলারেই। সুন্দর একটি ভালোবাসার গল্প বলছে ‘দ্য বিগ বং কানেকশন’। শহুরে জেন-ওয়াই নিজেদের খুঁজে পাবেন এই গল্পে। বাঙালির এক্স ফ্যাক্টর কী নতুন চমক আনবে এই সিরিজে? অপেক্ষার লিস্টে যোগ হোক সপ্তর্ষির এই কাজ ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
চুমু খেয়ে দোকানের মালিকানা দিয়ে দিলেন ‘ঋদ্ধিমা ঘোষ’ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement