Golden Globes 2025 Nominations:অব্যাহত জয়যাত্রা, কান-এ জয়ের পর এবার 'গোল্ডেন গ্লোব'-এ মনোনীত পরিচালক পায়েল কাপাডিয়া
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ফের ইতিহাস লিখলেন পরিচালক পায়েল কাপাডিয়া। এবারের ইলিহাস 'স্বর্ণ'খচিত
মুম্বই: ফের ইতিহাস লিখলেন পরিচালক পায়েল কাপাডিয়া। এবারের ইলিহাস ‘স্বর্ণ’খচিত! ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তাঁর ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর জন্য সেরা পরিচালক (মোশন পিকচার) বিভাগে মনোনয়ন পেলেন পায়েল। এর আগে ‘কান চলচ্চিত্র উৎসব ২০২৪’- এ এই সিনেমার জন্য গ্রাঁ প্রি পেয়েছিলেন তিনি।
‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৫’-এ পায়েলের প্রতিযোগিতা বিশ্বখ্যাত সব পরিচালকদের সঙ্গে। তালিকায় আছেন জ্যাকস অডিয়ার্ড ( এমিলিয়া পেরেজ), সিন বেকার (অ্যানোরা), এডওয়ার্ড বার্জার (কনক্লেভ), ব্র্যাডি করবেট (ব্রুটালিস্ট), কোরালি ফার্জেট ( দ্য সাবস্টেসন্স)।
The #GoldenGlobes nominees for Best Director are:
Jacques Audiard – Emilia Perez
Sean Baker – Anora
Edward Berger – Conclave
Brady Corbet – The Brutalist
Coralie Fargeat – The Substance
Payal Kapadia – All We Imagine as Light pic.twitter.com/28vpXgXcSS— Film Updates (@FilmUpdates) December 9, 2024
advertisement
advertisement
পুণের এফটিআই (ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া)-এর প্রাক্তনী পায়েল। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর হাত ধরে প্রায় তিরিশ বছর পর কোনও ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের প্রথম সারিতে মনোনয়ন পেয়েছিল। কানের সর্বোচ্চ সম্মান পাম ডি’ওর অল্পের জন্য হাতছাড়া হলেও উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি পুরস্কার জিতেছিল পায়েলের ছবি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2024 8:11 PM IST