আমিরের সঙ্গ পেয়ে ভালো লাগছে: সানি লিয়ন

Last Updated:

সিএনএন-আইবিএনকে দেওয়া এক সাক্ষাৎকার নিয়ে সানি লিয়ন পড়েছেন নতুন বিতর্কের মুখে৷ সাক্ষাৎকারে বার বার তাঁর অতীতের কথা ওঠায়, বেশ অস্বস্তিতে পড়েছিলেন নাকি তিনি ৷

#মুম্বই: সিএনএন-আইবিএনকে দেওয়া এক সাক্ষাৎকার নিয়ে সানি লিয়ন পড়েছেন নতুন বিতর্কের মুখে৷ সাক্ষাৎকারে বার বার তাঁর অতীতের কথা ওঠায়, বেশ অস্বস্তিতে পড়েছিলেন নাকি তিনি ৷ এমনকী, শাহরুখ-আমিরকে টেনেও প্রশ্নের উত্তর দিতে হয় সানিকে ৷ সাক্ষাৎকারে সানি স্পষ্টই জানিয়েছিল, ‘আমির যদি আমার সঙ্গে অভিনয় করে ৷ তাহলে সত্যিই খুশি হব ৷’ সানির মুখে এই কথা শুনে আমির চটপট করেন ট্যুইট ৷ ট্যুইটে আমির জানান, ‘সানির অতীত যাই হোক ৷ আমি ওর সঙ্গে কাজ করতে রাজি !’ আমিরের এই কথা শুনে আপ্লুত সানি লিয়ন ৷ আমিরকে ধন্যবাদ দিয়ে সানি জানালেন, ‘আমিরকে পাশে পেয়ে দারুণ খুশি হয়েছি ৷’
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমিরের সঙ্গ পেয়ে ভালো লাগছে: সানি লিয়ন
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement