Gehana Vasisth: রণবীর, বিষ্ণুর পর গহনা, প্রায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে মডেল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
এক দিকে নিন্দা চলছে নগ্ন ফোটোশ্যুট নিয়ে। অন্য দিকে বলি নায়ককে দেখে অনেকেই উদবুদ্ধ হচ্ছেন। তারকারা একই রকম ছবি তুলছেন নিজেদের।
#মুম্বই: রণবীর সিংয়ের পর গহনা বশিষ্ঠ। শরীরের নিম্নাঙ্গে অন্তর্বাস ছাড়া আর কোথাও একফালি কাপড় নেই। অর্ধ নগ্ন হয়ে ক্যামেরার সামনে এলেন মডেল-অভিনেত্রী। ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন গহনা।
দেখা যাচ্ছে, শৌচালয়ে একটি কাচের দরজার পাশে দাঁড়িয়ে তিনি। দরজা দিয়ে খানিক আড়াল করেছেন নিজের বক্ষ। নিম্নাঙ্গে একটি লাল রঙের অন্তর্বাস। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি। অঙ্গভঙ্গি করছেন মডেল। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি গান।
advertisement
advertisement
রণবীরের নগ্ন ছবি নিয়ে তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যে তাঁর নামে একাধিক মামলা দায়ের হয়েছে চেম্বুর থানায়। নায়কের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নগ্ন ছবির জন্য 'নারীদের ভাবাবেগে আঘাত' লেগেছে।
একই সময়ে আরও এক তামিল অভিনেতা বিষ্ণু বিশাল নগ্ন হয়ে ফোটোশ্যুট করেছেন। ছবিগুলি অবশ্য তুলেছেন তাঁর স্ত্রী।
advertisement
এক দিকে নিন্দা চলছে নগ্ন ফোটোশ্যুট নিয়ে। অন্য দিকে বলি নায়ককে দেখে অনেকেই উদবুদ্ধ হচ্ছেন। তারকারা একই রকম ছবি তুলছেন নিজেদের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2022 3:33 PM IST