Gauri Khan: শাহরুখ-পত্নী গৌরী খানের রেস্তোরাঁয় এ কী হল? সাংঘাতিক অভিযোগ আনলেন ইউটিউবার... তোলপাড় নেটপাড়া
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
এদিকে গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালের নিউট্রিশন এবং হেলথ বিভাগের হেড ডা. কিরণ সোনি ব্যাখ্যা দিয়ে বলেন যে, আয়োডিন টিংচার টেস্টে স্টার্চের উপস্থিতি ধরা পড়ে। কিন্তু পনির নকল কি না, সেটা সব সময় কিন্তু বোঝা যায় না।
বাণিজ্যনগরী মুম্বইয়ের বুকে রয়েছে গৌরী খানের রেস্তোরাঁ Torii। এই রেস্তোরাঁর জনপ্রিয়তা তুঙ্গে। কারণ Torii-র দুর্ধর্ষ বিলাসবহুল অন্দরসজ্জা তো দেখার মতো। আর তারকা গ্রাহকদের আনাগোনা এখানে লেগেই থাকে। ফলে তা হামেশাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু এবার এক অপ্রত্যাশিত বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শাহরুখ-পত্নীর এই রেস্তোরাঁকে ঘিরে। বলা ভাল, এক গুরুতর অভিযোগ উঠেছে Torii-কে ঘিরে। আসলে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের দাবি, গৌরী খানের এই রেস্তোরাঁ ‘নকল’ পনির পরিবেশন করছে।
ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার সার্থক সচদেবা গিয়েছিলেন Torii-তে। সেখানকার একটি ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন। বর্তমানে অবশ্য ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। আসলে ওই ভিডিওটিতে সার্থক দাবি করেছেন যে, পনির টেস্ট করে তিনি আন্দাজ করেছেন, রেস্তোরাঁর তরফে যে পনির পরিবেশন করা হয়েছে, সেটির মধ্যে রয়েছে স্টার্চ। যা ভেজালের লক্ষণ। এখানেই শেষ নয়, গৌরীর রেস্তোরাঁয় পরিবেশন করা পনিরের টুকরো নিয়ে তার উপর আয়োডিন টিংচার পরীক্ষাও করেন সার্থক। মূলত স্টার্চের উপস্থিতি বোঝার জন্যই এই পরীক্ষা করা হয়। অভিযোগকারী ইউটিউবার যখন আয়োডিনকে পনিরে ছোঁয়ান, তখন পনিরের টুকরোটি কালো এবং নীল হয়ে গিয়েছিল। আর রঙের এই পরিবর্তন দেখে সার্থক সরাসরি তোপ দেগে বলেন যে, “শাহরুখ খানের রেস্তোরাঁয় পনির ‘নকল’ ছিল। এটা দেখে তো আমার ঘুম উড়ে গিয়েছে।”
advertisement
আরও পড়ুন: ভ্যাপসা গরমে ফ্যান থেকেই বেরোবে এসির মতো কনকনে ঠান্ডা হাওয়া! প্লাস্টিকের বোতলেই কামাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তুখোড় আইডিয়া
এমনিতে নিজের কন্টেন্ট সিরিজের খাতিরে মুম্বইয়ের একাধিক সেলেবের মালিকানাধীন রেস্তোরাঁ ঘুরে দেখেছেন। এর মধ্যে অন্যতম হল বিরাট কোহলির One8 Commune, শিল্পা শেঠির Bastian এবং ববি দেওলের Someplace Else। সেই সমস্ত রেস্তোরাঁয় পরিবেশন করা পনিরের মানও পরীক্ষা করেছেন ওই ইউটিউবার। ওই সমস্ত আউটলেটে একই আয়োডিন টেস্ট করেছেন তিনি। কিন্তু কোথাওই পনির কালো হয়ে যায়নি। ফলে এর থেকে স্পষ্ট যে, পনিরে স্টার্চের উপস্থিতি নেই।
advertisement
advertisement
অনলাইনে ছড়িয়ে পড়তেই তীব্র চর্চা শুরু হয়। ফলে জবাব দিতে আসরে নামতে হয় Torii কর্তৃপক্ষকেও। ভিডিও-র কমেন্টে রেস্তোরাঁর তরফে লেখা হয় যে, “আয়োডিন পরীক্ষায় স্টার্চের উপস্থিতি বোঝা যায়, কিন্তু পনির খাঁটি কি না, তা বোঝা যায় না। যেহেতু এই খাবারে সয়া-ভিত্তিক উপকরণ রয়েছে, তাই এহেন বিক্রিয়া হতেই পারে। আমরা আমাদের পনিরের বিশুদ্ধতা এবং Torii-তে আমাদের উপকরণগুলির বিশুদ্ধতার পক্ষে রয়েছি।” তবে ছাড়ার পাত্র নন সার্থকও। তির্যক সুর বজায় রেখে তিনি বলেন, “তাহলে আমাকে আর ঢুকতে দেওয়া হবে না, তাই তো? যাইহোক, আপনাদের খাবার কিন্তু খুবই ভাল।”
advertisement
এদিকে গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালের নিউট্রিশন এবং হেলথ বিভাগের হেড ডা. কিরণ সোনি ব্যাখ্যা দিয়ে বলেন যে, আয়োডিন টিংচার টেস্টে স্টার্চের উপস্থিতি ধরা পড়ে। কিন্তু পনির নকল কি না, সেটা সব সময় কিন্তু বোঝা যায় না। যদিও এইচটি লাইফস্টাইলের সঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “যেহেতু খাঁটি পনির দুধের প্রোটিন থেকে তৈরি এবং এতে প্রাকৃতিক ভাবে কোনও স্টার্চ থাকে না, তাই আয়োডিন পরীক্ষা করে রঙ পরিবর্তনের হলে তা সিন্থেটিক কিংবা ভেজাল পনিরের উপস্থিতি নির্দেশ করতে পারে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 4:34 PM IST