Home /News /entertainment /
স্বামীর মেকআপ করে দিচ্ছেন গহর, প্রস্তুতি নিকাহ-র, ভাইরাল ভিডিও

স্বামীর মেকআপ করে দিচ্ছেন গহর, প্রস্তুতি নিকাহ-র, ভাইরাল ভিডিও

গহর স্বামীর মেকআপ করে দিলেন যত্ন করে

  • Last Updated :
  • Share this:

#মুম্বই:ইন্টারনেট এখন গহরের নিকাহ অনুষ্ঠানের বিভিন্ন ছবি এবং ভিডিওতে ছড়াছড়ি। এরই মধ্যে অপর একটি ভিডিও ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে গহর নিকাহ-র অনুষ্ঠানের ঠিক আগে তাঁর স্বামীর মেকআপ করে দিচ্ছেন যত্ন করে ৷

গহর দাঁড়িয়ে আছেন হাতে মেকআপের সামগ্রী নিয়ে, জায়েদ বসে আছেন আয়নার সামনে। কনে গৌহর এরপর বরের মুখের মেকাপ করে দিচ্ছেন এবং প্রস্তুত করছেন নিজেদের স্পেশাল দিনটির জন্য।প্রসঙ্গত, বিগ বস ৭-এর বিজয়ী গহর খান জায়েদ দরবার ইতিমধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ কোনও রূপকথার গল্পের থেকে কোনও অংশে কম নয় গহর ও জায়েদের প্রেমের গল্প ৷ গহর বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে প্রসিদ্ধ কোরিওগ্রাফার জায়েদ দরবারকে বিয়ে করেছেন ৷

গতকাল অর্থাৎ বড়দিনে শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে ৷ অভিনেত্রী দিদি নিগার খান ছিলেন গহর খানের সঙ্গে ৷ তাঁদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন হবে আজ অর্থাৎ শনিবার ৷ টিভি ও সিনেমার জগতের বড় বড় তারকার মেলা বসতে চলেছে এই হাই প্রোফাইল বিয়েতে ৷ গহর ও জায়েদের বিয়ের নানান আচার আচরণ বেশ কিছুদিন ধরেই চলছিল ৷

ভক্তরাও সমান তালে অত্যন্ত পরিমাণে আগ্রহী ছিলেন তাঁদের প্রিয় তারকার বিয়ের ভিডিও ছবি প্রকাশ্যে আসে এই নিয়েই ৷ সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনীশ মলহোত্রা, সঞ্জয় লীলা ভনশালি, গৌতম রোদ, হুসেন কুয়াজারওয়ালা, প্রীতি সিমোস এবং অন্যান্য তারকারা৷অফ হোয়াইট রঙের বিয়ের পোশাকে সেজেছিলেন গওহর। সোনা ও রূপোর গয়নায় ছিল আভিজাত্যের ছাপ। তাঁর পোশাকের সাথে মানানসই শেরওয়ানি পরেন জায়েদ দরবার। শুক্রবার প্রথমাফিক ‘কবুল হ্যায়’ বলে নিকাহ সম্পন্ন করেন তাঁরা।

Published by:Simli Dasgupta
First published:

Tags: Gauhar Khan