স্বামীর মেকআপ করে দিচ্ছেন গহর, প্রস্তুতি নিকাহ-র, ভাইরাল ভিডিও

Last Updated:

গহর স্বামীর মেকআপ করে দিলেন যত্ন করে

#মুম্বই:ইন্টারনেট এখন গহরের নিকাহ অনুষ্ঠানের বিভিন্ন ছবি এবং ভিডিওতে ছড়াছড়ি। এরই মধ্যে অপর একটি ভিডিও ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে গহর নিকাহ-র অনুষ্ঠানের ঠিক আগে তাঁর স্বামীর মেকআপ করে দিচ্ছেন যত্ন করে ৷
advertisement
advertisement
গহর দাঁড়িয়ে আছেন হাতে মেকআপের সামগ্রী নিয়ে, জায়েদ বসে আছেন আয়নার সামনে। কনে গৌহর এরপর বরের মুখের মেকাপ করে দিচ্ছেন এবং প্রস্তুত করছেন নিজেদের স্পেশাল দিনটির জন্য।
প্রসঙ্গত, বিগ বস ৭-এর বিজয়ী গহর খান জায়েদ দরবার ইতিমধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ কোনও রূপকথার গল্পের থেকে কোনও অংশে কম নয় গহর ও জায়েদের প্রেমের গল্প ৷ গহর বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে প্রসিদ্ধ কোরিওগ্রাফার জায়েদ দরবারকে বিয়ে করেছেন ৷
advertisement
গতকাল অর্থাৎ বড়দিনে শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে ৷ অভিনেত্রী দিদি নিগার খান ছিলেন গহর খানের সঙ্গে ৷ তাঁদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন হবে আজ অর্থাৎ শনিবার ৷ টিভি ও সিনেমার জগতের বড় বড় তারকার মেলা বসতে চলেছে এই হাই প্রোফাইল বিয়েতে ৷ গহর ও জায়েদের বিয়ের নানান আচার আচরণ বেশ কিছুদিন ধরেই চলছিল ৷
advertisement
ভক্তরাও সমান তালে অত্যন্ত পরিমাণে আগ্রহী ছিলেন তাঁদের প্রিয় তারকার বিয়ের ভিডিও ছবি প্রকাশ্যে আসে এই নিয়েই ৷ সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনীশ মলহোত্রা, সঞ্জয় লীলা ভনশালি, গৌতম রোদ, হুসেন কুয়াজারওয়ালা, প্রীতি সিমোস এবং অন্যান্য তারকারা৷
অফ হোয়াইট রঙের বিয়ের পোশাকে সেজেছিলেন গওহর। সোনা ও রূপোর গয়নায় ছিল আভিজাত্যের ছাপ। তাঁর পোশাকের সাথে মানানসই শেরওয়ানি পরেন জায়েদ দরবার। শুক্রবার প্রথমাফিক ‘কবুল হ্যায়’ বলে নিকাহ সম্পন্ন করেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বামীর মেকআপ করে দিচ্ছেন গহর, প্রস্তুতি নিকাহ-র, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement