Solanki Roy: গভীর আঘাতের সঙ্গে লড়াই করে জিতেছি... শোলাঙ্কির পেটে কিসের দাগ? স্পষ্ট ক্ষতচিহ্ন

Last Updated:

Solanki Roy: কৃত্রিমতার বেড়া ভাঙলেন টলিপাড়ার শোলাঙ্কি। প্রকাশ্যে এলেন নিজেকে নিয়ে। একেবারে অকৃত্রিম, রক্তমাংসের মানুষ হয়ে। 'নিখুঁত' থাকার মানদণ্ডকে চ্যালেঞ্জ জানালেন সরাসরি।

শোলাঙ্কি রায়
শোলাঙ্কি রায়
কলকাতা: তিনি নায়িকা। তিনি পর্দায় আবির্ভূত হন বিভিন্ন চরিত্র হয়ে। তিনি গ্ল্যামার দুনিয়ার বাসিন্দা। আর তাই 'নিখুঁত' হওয়ার দাবি যেন অলিখিত। এবার সেই কৃত্রিমতার বেড়া ভাঙলেন টলিপাড়ার শোলাঙ্কি রায়। প্রকাশ্যে এলেন নিজেকে নিয়ে। একেবারে অকৃত্রিম, রক্তমাংসের মানুষ হয়ে। 'নিখুঁত' থাকার মানদণ্ডকে চ্যালেঞ্জ জানালেন সরাসরি।
দিন কয়েক আগে শোলাঙ্কি একটি ছবি পোস্ট করেছিলেন নিজের। ক্রপ টপ আর জিনস পরে। উপরে শীতের পোশাক। চুল বাঁধা আলুথালু ভাবে। চোখে সানগ্লাস। ছবিটি দেখলেই স্পষ্ট বোঝা যাবে, তল পেটে একটি দাগ। কিসের দাগ সেটি? ছবিটি তুলেছেন পর্দায় তাঁর দেওর, অর্থাৎ 'গাঁটছড়া' ধারাবাহিকের অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়
View this post on Instagram

A post shared by Solanki Roy (@srbrishti.19)

advertisement
advertisement
ছবি দিয়ে শোলাঙ্কি লিখেছেন, 'কেউ কেউ যেমন গয়না পরে, আমি তেমন ভাবেই ক্ষতচিহ্ন গায়ে পরি। এগুলো আমায় সেই সব গভীর আঘাতের কথা মনে করিয়ে দেয়। যেগুলোর সঙ্গে লড়াই করে আজ আমি জিতেছি। যা ঘটে, নির্দিষ্ট কোনও কারণেই ঘটে। আর সেই ঘটনাগুলোই আমাকে আজ আমি বানিয়েছে।'
advertisement
সম্ভবত কখনও কোনও এক সময়ে তাঁর শরীরের ওই অংশ পুড়ে গিয়েছিল। কিন্তু কীভাবে বা কী ঘটেছিল, তা জানা যায়নি। 'গাঁটছড়া'র 'খড়ি'র এই পদক্ষেপে মুগ্ধতা প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। অনিন্দ্য থেকে শুরু করে শ্রীমা ভট্টাচার্য, সোহিনী সরকার, রূপাঞ্জনা মিত্র, সোহিনী গুহ রায় প্রমুখ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Solanki Roy: গভীর আঘাতের সঙ্গে লড়াই করে জিতেছি... শোলাঙ্কির পেটে কিসের দাগ? স্পষ্ট ক্ষতচিহ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement