Solanki Roy: গভীর আঘাতের সঙ্গে লড়াই করে জিতেছি... শোলাঙ্কির পেটে কিসের দাগ? স্পষ্ট ক্ষতচিহ্ন
- Published by:Teesta Barman
Last Updated:
Solanki Roy: কৃত্রিমতার বেড়া ভাঙলেন টলিপাড়ার শোলাঙ্কি। প্রকাশ্যে এলেন নিজেকে নিয়ে। একেবারে অকৃত্রিম, রক্তমাংসের মানুষ হয়ে। 'নিখুঁত' থাকার মানদণ্ডকে চ্যালেঞ্জ জানালেন সরাসরি।
কলকাতা: তিনি নায়িকা। তিনি পর্দায় আবির্ভূত হন বিভিন্ন চরিত্র হয়ে। তিনি গ্ল্যামার দুনিয়ার বাসিন্দা। আর তাই 'নিখুঁত' হওয়ার দাবি যেন অলিখিত। এবার সেই কৃত্রিমতার বেড়া ভাঙলেন টলিপাড়ার শোলাঙ্কি রায়। প্রকাশ্যে এলেন নিজেকে নিয়ে। একেবারে অকৃত্রিম, রক্তমাংসের মানুষ হয়ে। 'নিখুঁত' থাকার মানদণ্ডকে চ্যালেঞ্জ জানালেন সরাসরি।
দিন কয়েক আগে শোলাঙ্কি একটি ছবি পোস্ট করেছিলেন নিজের। ক্রপ টপ আর জিনস পরে। উপরে শীতের পোশাক। চুল বাঁধা আলুথালু ভাবে। চোখে সানগ্লাস। ছবিটি দেখলেই স্পষ্ট বোঝা যাবে, তল পেটে একটি দাগ। কিসের দাগ সেটি? ছবিটি তুলেছেন পর্দায় তাঁর দেওর, অর্থাৎ 'গাঁটছড়া' ধারাবাহিকের অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
ছবি দিয়ে শোলাঙ্কি লিখেছেন, 'কেউ কেউ যেমন গয়না পরে, আমি তেমন ভাবেই ক্ষতচিহ্ন গায়ে পরি। এগুলো আমায় সেই সব গভীর আঘাতের কথা মনে করিয়ে দেয়। যেগুলোর সঙ্গে লড়াই করে আজ আমি জিতেছি। যা ঘটে, নির্দিষ্ট কোনও কারণেই ঘটে। আর সেই ঘটনাগুলোই আমাকে আজ আমি বানিয়েছে।'
advertisement
সম্ভবত কখনও কোনও এক সময়ে তাঁর শরীরের ওই অংশ পুড়ে গিয়েছিল। কিন্তু কীভাবে বা কী ঘটেছিল, তা জানা যায়নি। 'গাঁটছড়া'র 'খড়ি'র এই পদক্ষেপে মুগ্ধতা প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। অনিন্দ্য থেকে শুরু করে শ্রীমা ভট্টাচার্য, সোহিনী সরকার, রূপাঞ্জনা মিত্র, সোহিনী গুহ রায় প্রমুখ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 6:45 PM IST