Ganesh Chaturthi 2024: গণেশ চতুর্থীর জাঁকজমক ধরা পড়েছে রুপোলি পর্দাতেও! রইল এমনই ৭টি ছবির তালিকা

Last Updated:

Ganesh Chaturthi 2024:চলতি বছর দশ দিনব্যাপী এই উৎসব চলবে ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় ঐতিহ্য এবং হিন্দু ভক্তদের মনে এই উৎসবের তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে।

সারা দেশে মহাসমারোহে পালন করা হয় গণেশ চতুর্থী। সারা দেশে মহাধুমধাম করে এই উৎসব পালন করা হলেও মহারাষ্ট্রে এই উৎসবের জাঁকজমকই আলাদা থাকে। চলতি বছর দশ দিনব্যাপী এই উৎসব চলবে ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় ঐতিহ্য এবং গণেশ দেবের ভক্তদের মনে এই উৎসবের তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে। ফলে এই উৎসবের জাঁকজমক প্রতিফলিত হয়েছে রুপোলি পর্দাতেও। দেখে নেওয়া যাক, সেই সব ছবির তালিকা।
মাই ফ্রেন্ড গণেশা:
গণেশ চতুর্থী যেন সম্পূর্ণই হবে না মিষ্টি এই ছবিটি ছাড়া! মূলত ছোট্ট একটা শিশু এবং ভগবান গণেশকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটি। রাজীব এস রুইয়া দ্বারা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে এহসাস চন্না, কিরণ জঞ্জানি এবং শীতল শাহকে।
advertisement
advertisement
অতিথি তুম কব জাওগে:
২০১০ সালের এই কমেডি-ড্রামা ধারার ছবিটিতে ফুটে উঠেছে অপ্রত্যাশিত অতিথির আগমনের কাহিনি। আর ছবির প্রেক্ষাপটে এক দারুণ ট্যুইস্ট যোগ করেছিল ভগবান গণেশ। অশ্বিনী ধীর পরিচালিত ছবিটিতে দেখা গিয়েছিল অজয় দেবগন, কঙ্কণা সেনশর্মা এবং পরেশ রাওয়াল।
অগ্নিপথ:
২০১২ সালের অ্যাকশন থ্রিলার ছবিটিতে গণপতি বিসর্জনের দৃশ্য ছিল দেখার মতো। এই ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন, সঞ্জয় দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়া। ‘দেবা শ্রী গণেশা’ গানের মধ্যে ধরা পড়েছিল গণেশ চতুর্থীর জাঁকজমকপূর্ণ উৎসব। করণ মালহোত্রা পরিচালিত ছবিটিকে সমর্থন করেছিল করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
advertisement
ডন:
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ‘ডন’-এ বলিউড বাদশা শাহরুখ খানের এন্ট্রিতে বেজে উঠেছিল মোরিয়া মোরিয়া গান। কেউ হয়তো সেই দৃশ্য ভুলতে পারবেন না। ফারহান আখতার পরিচালিত ছবিটিতে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছিল বলিউড সুপারস্টারকে। এর পাশাপাশি দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া, বোমান ইরানি এবং করিনা কাপুর খানকে।
বাস্তব:
এই গ্যাংস্টার ড্রামা ফিল্মেও উঠে এসেছিল গণেশ চতুর্থীর উৎসব। সঞ্জয় দত্ত অভিনীত ‘বাস্তব: দ্য রিয়েলিটি’ ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল। মহেশ মঞ্জড়েকর পরিচালিত ছবিটিতে দেখা গিয়েছিল নম্রতা শিরোদকর, মণীশ বেহল এবং রিমা লাগুকে।
advertisement
এবিসিডি২:
বরুণ ধওয়ান, শ্রদ্ধা কাপুর এবং প্রভুদেবা অভিনীত ‘এবিসিডি২’ ছবিটিতে ধরা পড়েছিল গণেশ চতুর্থীর দুর্দান্ত আড়ম্বর। এই ছবিটি পরিচালনা করেছিলেন রেমো ডিসুজা।
শোর ইন দ্য সিটি:
ছবির প্রেক্ষাপটে প্রকাশ্যে আসছে গণেশ চতুর্থী উদযাপনের মাঝেই। রাজ এবং ডিকে পরিচালিত এই ছবিতে দেখা গিয়েছিল তুষার কাপুর, রাধিকা আপ্তে, সেন্ধিল রামামূর্তি, নিখিল দ্বিবেদী, প্রীতি দেশাই এবং অন্যান্যদের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ganesh Chaturthi 2024: গণেশ চতুর্থীর জাঁকজমক ধরা পড়েছে রুপোলি পর্দাতেও! রইল এমনই ৭টি ছবির তালিকা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement