মুম্বই: পর্ন ছবি তৈরির অভিযোগে সোমবার রাতে গ্রেফতার হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা ৷ তাঁর গ্রেফতারের পর এবার মুখ খুললেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ ৷ অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন গহনা বশিষ্ঠও ৷ তবে তিনি জামিনে মুক্তি পেলেও রাজের জামিন না মঞ্জুর ৷ গোটা ঘটনা নিয়ে গহনার বক্তব্য, কোনও পর্ন ছবি এখানে তৈরি হচ্ছিল না ৷ প্রথমে আমাদের ‘পর্ন’ আর ‘ইরোটিকা’-র মধ্যে পার্থক্যটা বুঝতে হবে ৷ কোনও বোল্ড ওয়েব সিরিজই পর্ন ছবি নয় ৷
অভিনেত্রী আরও জানান, যেভাবে একতা কাপুর ‘গন্দি বাত’ সিরিজগুলি বানাচ্ছেন ৷ তার থেকেও অনেক কম ‘বোল্ড’ এই ছবিগুলি ৷ তাই এর জন্য রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠির সম্পর্কে এখন খারাপ কথা বলা একেবারেই উচিৎ নয় ৷
সোমবার রাতে পর্ন ছবি কাণ্ডে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। মঙ্গলবার তাঁকে সিএমএম আদালতে পেশ করার হয়। স্বামীর এমন দুর্দিনে অভিনেত্রী শিল্পা শেঠি কোথায়? বলিউড সংবাদমাধ্যম জানাচ্ছে, তিনি বোন শমিতা শেঠি এবং মায়ের সঙ্গে আপাতত জুহুর বাংলোয় রয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gehana Vasisth, Raj Kundra