‘ঝুমা বৌদি’ মোনালিসার সঙ্গে আদিত্য নারায়ণের লিপলক ! দেখুন ভিডিও

Last Updated:
#কলকাতা: ‘দুপুর ঠাকুরপো’য় বৌদি বদলের খবরে মশগুল ছিল গোটা টলিপাড়া ৷ ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজে আর থাকছেন না স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ এই খবর শুনে মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছিল দর্শককুলের ৷ তবে ভোজপুরি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ মোনালিসা এসে কিছুটা হলেও সেই ব্যথাতেও মলমের কাজটা করছেন ৷
ইতিমধ্যেই সামনে এসেছে ঝুমা বৌদির অবতারে মোনালিসার লুক ৷ যা দেখেই কাত হয়েছেন সকলে ৷ তাঁর উষ্ণ আবেদনে ইতিমধ্যেই পুরুষকুলের ঘুম উড়ে যাওয়ার জোগাড় ৷ বাংলার প্রথম অনলাইন সেক্স কমেডি ওয়েব সিরিজ ইতিমধ্যেই রং ধরতে শুরু করেছে ৷ ভোজপুরী ছবিতে শরীরী হিল্লোল তুলে মোনালিসা এবার বাংলায় ৷ এই মাঝে সামনে এল মোনালিসার একটি ভোজপুরী মিউজিক ভিডিও ৷ যে ভিডিও এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল ৷ হটকেকের মতো ছড়িয়ে পড়ছে সেই গানের ভিডিও ৷ কিন্তু কী আছে সেই ভিডিওতে ?
advertisement
দেখুন সেই ভিডিও
advertisement
‘মুড বিঘাদেলু’নামে একটি ভোজপুরী গান গেয়েছেন আদিত্য নারায়ণ ৷ যে গানের ভিডিওতে দেখা যাবে ভোজপুরী কুইন মোনালিসা এবং আদিত্যকে ৷ আর সেই গানের ভিডিওর এক্কেবারে শেষদিকে আদিত্যর সঙ্গে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছেন মোনালিসা ৷ আর এতেই রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছে ‘মুড বিঘাদেলু’গানটি ৷ অর্থাৎ এই মুহূর্তে ‘ঝুমা বৌদি’মোনালিসার উষ্ণতায় পুড়ছে বাংলা থেকে ভোজপুরী ইন্ডাস্ট্রি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ঝুমা বৌদি’ মোনালিসার সঙ্গে আদিত্য নারায়ণের লিপলক ! দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement