@Followers: সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়াতে চাইছেন? কোথায় থামতে হবে, সামনে নিয়ে এল গা শিউরে ওঠা ট্রেলার

Last Updated:

@Followers Trailer Launch: স্কাইপ্যানস কমিউনিকেশনের প্রযোজনায় ফলোয়ার্স পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, সোহিনী গুহ রায়, অম্লান মজুমদার, সামিউল আলম এবং স্যান্ডির মতো অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি হয়ে গেল ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ ৷

@Followers-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সিরিজের কলাকুশলীরা
@Followers-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সিরিজের কলাকুশলীরা
কলকাতা: সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই ফলোয়ার বাড়ানোর খেলায় যেন মেতে রয়েছেন। আর সেটাই তুলে ধরা হচ্ছে ‘@ফলোয়ার্স’-এ। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের নতুন নিবেদন এটি। সম্প্রতি প্রকাশ পেল এর প্রথম ঝলক। স্কাইপ্যানস কমিউনিকেশনের প্রযোজনায় ফলোয়ার্স পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, সোহিনী গুহ রায়, অম্লান মজুমদার, সামিউল আলম এবং স্যান্ডির মতো অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি হয়ে গেল ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ ৷
সোহিনী গুহ রায়
সোহিনী গুহ রায়
advertisement
কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। চিত্রগ্রহণে রয়েছেন শুভজিৎ রায়। সম্পাদনার দায়িত্বে রয়েছেন কুশল চৌধুরী। ‘@ফলোয়ার্স’-এর আবহ সঙ্গীত করেছেন প্রাঞ্জল দাস, প্রযোজনা রূপায়ণের দায়িত্বে রয়েছেন সুরজিৎ সাহা। সহযোগী পরিচালনার দায়িত্ব সামলেছেন সৌরভ বাবাই চক্রবর্তী।
advertisement
শান্তিলাল মুখোপাধ্যায়
শান্তিলাল মুখোপাধ্যায়
‘@ফলোয়ার্স’-এর গল্প আবর্তিত হয়েছে জনপ্রিয় ‘লক্ষ্মী’ সিরিয়ালের সুপারহিট নায়িকা লক্ষ্মী তথা হিয়া বোসকে ঘিরে। আসলে ফলোয়ার বাড়ানোর ইঁদুর দৌড়ে যেন নিজের জগতেই ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। ফলে বোল্ড শ্যুট কিংবা রিল বানিয়ে অচিরেই ফলোয়ারের সংখ্যা বাড়ানোর খেলায় মেতে উঠেছেন তিনি। হিয়ার সোশ্য়াল মিডিয়ার যাবতীয় দায়িত্ব এখন সৌম্যর কাঁধে। আর এই সৌম্যর বুদ্ধিতেই একদিন ফলোয়ার বাড়ানোর অদ্ভুত এক খেলায় সামিল হলেন হিয়া। তাঁরা ফন্দি আঁটেন যে, সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো খবর প্রকাশ করে বলা হবে যে, ‘লক্ষ্মী’ সিরিয়ালের জনপ্রিয় নায়িকা হিয়া বোস হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন।
advertisement
পরিচালক রাজদীপ ঘোষ
পরিচালক রাজদীপ ঘোষ
পরিকল্পনা অনুযায়ী এক নির্জন দ্বীপে সৌম্যর সঙ্গে গা ঢাকা দেন হিয়া। কিন্তু ঘটনার নানারকম দোলাচলেও নিজের ফলোয়ার বাড়াতে মরিয়া হিয়া আচমকাই খুন হয়ে যান। তদন্তে নামেন স্থানীয় থানার ওসি অনুকূল বর্মন। ইন্টারনেটের এই আধুনিক ডিজিটাল দুনিয়া থেকে সহস্র যোজন দূরে থাকা এই মানুষটা কি পারবে এই খুনের কিনারা করতে? কে খুন করল হিয়াকে? হিয়ার কাছাকাছি থাকা মানুষজন না কি ইন্টারনেটে লুকিয়ে থাকা তাঁর কোনও ফলোয়ার? এই সমস্ত উত্তর পেতে গেলে চোখ রাখতে হবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।
advertisement
অম্লান মজুমদারের সঙ্গে নীরজ তাঁতিয়া
অম্লান মজুমদারের সঙ্গে নীরজ তাঁতিয়া
advertisement
পরিচালক রাজদীপ ঘোষের বক্তব্য, “নিজের বাবা-মা মারা যাওয়ার পর হাসিমুখে সেই মৃতদেহর সঙ্গে সেলফি তুলেছেন কখনও? এখন মানুষ তোলেন আর ফেসবুকে পোস্টও করেন। কত জন ফলো করছেন, সেটা উপভোগ করেন তারিয়ে তারিয়ে। এ এক ভয়ংকর সময়! ফলোয়ার্স চাই-ই-চাই… এক অদ্ভুত মারণ রোগে আজ আমরা আক্রান্ত। মনে হল, এর প্রতিবাদ দরকার। আমার ভাষা তো একটাই, সিনেমা। তাই বিষয়বসস্তুটা শুনেই ঝাঁপিয়ে পড়লাম। কারণ এই বিশ্বকে আগামী প্রজন্মের শিশুর জন্য বাসযোগ্য করে যেতেই হবে।” লেখক ও অভিনেতা অম্লান মজুমদার আবার বলছেন, “যখনই কিছু লিখেছি, চেষ্টা করেছি একটা সামাজিক বার্তা দিতে। ভাগাড় কাণ্ড নিয়ে ‘ভাগাড়’ কিংবা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের গল্প ‘শক্তিরূপেণ’ এর জ্বলন্ত উদাহরণ। ঠিক তেমনই এই কাহিনি ‘@ফলোয়ার্স’। ক্লিক-এর সঙ্গে এটি আমার ষষ্ঠ ছবি।”
advertisement
রানা বসু ঠাকুর এবং সোহিনী গুহ রায়
রানা বসু ঠাকুর এবং সোহিনী গুহ রায়
অভিনেত্রী সোহিনী গুহ রায় বলেন, ‘‘ঠিক ফলোয়ার্সদের দিকে নজর থাকে এটা বলব না ৷ তবে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই নজর থাকে ৷ কী কী কাজ করছি, কোথায় ঘুরতে যাচ্ছি সেই সব আপডেট আমি আমার ফলোয়ার্সদের দিতে পছন্দ করি ৷ তাই সোশ্যাল মিডিয়া নিয়ে মেতে থাকি ৷ আসলে এটা সবার জীবনে চলতে থাকে ৷ আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স যে বিষয় নিয়ে সেটা সোশাল মিডিয়া ফলোসার্সদের নিয়েই ৷ সবকিছু যেমন খুব বেশি ভাল নয়, সবকিছুর একটা খারাপ দিকও আছে ৷ সেটাই তুলে ধরা হয়েছে এখানে ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
@Followers: সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়াতে চাইছেন? কোথায় থামতে হবে, সামনে নিয়ে এল গা শিউরে ওঠা ট্রেলার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement