সংসারের রাশ কার হাতে বুঝিয়ে দিলেন রাজ-ঘরণী

Last Updated:
#বজবজ: গোটা টলিউড রাজ-শুভশ্রীর মতো হাই প্রোফাইল সেলেব কাপলের বিয়ের সাক্ষী ৷ ১০ মে থেকেই বজবজের বাওয়ালি রাজবাড়িতে ছিল একটা জম-জমাট আয়োজন ৷ খুব কাছের বন্ধু-বান্ধব আর আত্মীয়দের সামনে ১১মে চার হাত এক হল রাজ-শুভশ্রীর ৷
বাওয়ালি রাজবাড়িতে এলাহি অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল শুভ পরিণয় ৷ বহুদিনের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পেল ৷ মাঝে সম্পর্কের টানাপড়েনের খবরে সরগরম হয়েছিল টলিপাড়া ৷ তবে, কথায় আছে যার শেষ ভাল, তার সব ভাল ৷  সেটাই প্রমাণ করলেন রাজ ও শুভশ্রী ৷

#exclusive

A post shared by Subhashree Gangully Dev (@subhashree_gangully_dev) on

advertisement
advertisement
তবে প্রশ্ন একটাই নব-দম্পতির মধ্যে কার হাতে রাশ থাকবে সে নিয়ে প্রশ্নটা কিন্তু থাকছেই ৷ তবে বোঝাই যাচ্ছে, এই মুহূর্তে রাজ শুভশ্রীময় ৷ বিয়ের পরের দিনই টলিপাড়ার এই সেলেব দম্পতির একটি মজার ছবি সামনে এল ৷ যেখানে দেখা যাচ্ছে, রাজের হাত ধরে একটি দরজার দিকে নিয়ে যাচ্ছেন নায়িকা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সংসারের রাশ কার হাতে বুঝিয়ে দিলেন রাজ-ঘরণী
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement