ক্যানসার ধরা পড়ার পরই মনে হয়েছিল 'ব্র্যান্ড সোনালি' শেষ

Last Updated:

আয়নার সামনে দাঁড়িয়ে তাই আমাকে বলতেই হত আমি এখনও সুন্দর৷

#মুম্বই: "ক্যানসারের খবর শোনার পরই মনে হয়েছিল সব শেষ৷ সারাজীবন স্বাস্থ্যকর খাবার খেলাম, নিজেকে মেনটেন করলাম, তাহলে কি সব মিথ্যা?"- কৈশোর থেকে মডেলিং, অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা সোনালি বেন্দ্রে মেনে নিতে পারেননি এভাবে হেরে যাওয়া৷ ক্যানসার ধরা পড়ার প্রায় এক বছর পর ভোগ-কে দেওয়া সাক্ষাৎকারে মন খুলে জানালেন নিজের ভয়, হতাশা, অসহায়তা, এবং বেঁচে থাকার রসদ খুঁজে পাওয়ার গল্প৷
"যেদিন অঙ্কোলজিস্ট জানালেন আমার ক্যানসার চতুর্থ পর্যায়ে রয়েছে, সুস্থ হওয়ার আশা মাত্র ৩০ শতাংশ, সেদিন আমার গোটা পৃথিবীটাই উল্টে গিয়েছিল৷ লুকিয়ে রাখতে চেয়েছিলাম অসুখ৷ চিকিৎসার জন্য ন্যাড়া হতে হবে ভেবেই হতাশা, ভয়, অসহায়তা, দুঃখ ঘিরে ধরেছিল আমাকে৷ কিন্তু সেখান থেকেই নিজের অনুভূতিগুলোকে বুঝতে শিখলাম৷ বুঝলাম সবসময় পজিটিভ থাকা সম্ভব নয়৷ নেগেটিভ ইমোশন, মন খারাপ সবকিছুই স্বাভাবিক৷"
advertisement
নিজের অনুভূতিগুলোকে গ্রহণ করতে শিখেই লড়াই করার জোর পেয়েছিলেন সোনালি৷ মাথা ন্যাড়া হয়ে যাওয়ার আগে নিজের সৌন্দর্যকে উপভোগ করতে চেয়েছিলেন৷ স্যালোঁতে গিয়ে নতুন হেয়ারকাট করে নিজেকে প্যাম্পার করেন৷ ইনস্টাগ্রামে তার সেই বদলে দেখেছিলেন ভক্তরা৷ "আমি নতুন একটা গল্প লিখতে চেয়েছিলাম৷ সারাজীবন আমাকে সুন্দর লেগেছে দেখতে৷ আয়নার সামনে দাঁড়িয়ে তাই আমাকে বলতেই হত আমি এখনও সুন্দর৷"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যানসার ধরা পড়ার পরই মনে হয়েছিল 'ব্র্যান্ড সোনালি' শেষ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement