বাকি পড়ে আছে সন্তানের কলেজের টিউশন ফি! স্বামী চলে যেতেই আর্থিক টানাপোড়েন, অভিযোগ ঘিরে বিতর্কে করিশ্মা

Last Updated:

করিশ্মা কাপুরের সন্তান সামাইরা ও ভাই দিল্লি হাইকোর্টে সুনজয় কাপুরের উইল চ্যালেঞ্জ করেন, সম্পত্তি ও টিউশন ফি নিয়ে প্রিয়া কাপুরের বিরুদ্ধে অভিযোগ তোলেন, পরবর্তী শুনানি আগামী সপ্তাহে।

দিল্লি হাইকোর্টে করিশ্মা কাপুরের সন্তানদের সম্পত্তি বিতর্ক উন্মোচিত!
দিল্লি হাইকোর্টে করিশ্মা কাপুরের সন্তানদের সম্পত্তি বিতর্ক উন্মোচিত!
স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই নাকি আর্থিক টানাপড়েন সংসারে! হাঁড়ির হাল করিশ্মা কাপুরের—এমনই চলছে চর্চা। আসলে কি তাই-ই? বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সন্তানরা দিল্লি হাইকোর্টে জানান, তাঁদের মধ্যে একজন যিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাঁর টিউশন ফি গত দুই মাস ধরে পরিশোধ করা হয়নি। বিচারপতি জ্যোতি সিংয়ের এজলাসে এই দাবি তুলতেই আদালত পক্ষগুলিকে সতর্ক করে বলেন, যেন শুনানিকে কোনওভাবেই “মেলোড্রামাটিক” করা না হয়। বিচারপতি সিং নির্দেশ দেন, এমন বিষয়গুলি ভবিষ্যতে আদালতের বাইরে সমাধান করতে হবে এবং এ ধরনের অভিযোগ নিয়ে আর যেন আদালতের বেঞ্চে আসা না হয়।
এই শুনানি আসলে একটি বৃহত্তর মামলার অংশ, যেখানে সামাইরা কাপুর এবং তাঁর ভাই তাঁদের প্রয়াত বাবা সুনজয় কাপুরের কথিত উইলকে চ্যালেঞ্জ করেছেন। ওই উইলে প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি জড়িত বলে জানা গেছে।
advertisement
advertisement
করিশ্মার সন্তানদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মহেশ জেঠমলানি আদালতে জানান, বিবাহবিচ্ছেদের সময় যে ডিক্রি জারি হয়েছিল, তার অনুযায়ী সুনজয় কাপুরই সন্তানের শিক্ষা ও খরচ বহনের দায়িত্বে ছিলেন। তাঁর দাবি, বর্তমানে সেই সম্পত্তি প্রিয়া কাপুরের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা সামাইরার ফি দু’মাস ধরে পরিশোধ করা হয়নি।
advertisement
তবে প্রিয়া কাপুরের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রাজীব নায়ার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তাঁর যুক্তি, প্রিয়া নিয়মিতভাবেই সন্তানদের সব প্রয়োজন মেটাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের ফি-সহ কোনও বকেয়াই নেই। নায়ার অভিযোগ, এ ধরনের দাবি আদালতে তোলার উদ্দেশ্য সম্ভবত সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা।
শুনানিতে এই বিষয়টিও ওঠে যে করিশ্মার সন্তানদের পক্ষ থেকে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে, যাতে প্রিয়া কাপুরকে তাঁদের প্রয়াত বাবার কোনও সম্পত্তি বিক্রি বা বণ্টন করা থেকে বিরত রাখা যায়। এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী সপ্তাহে নির্ধারিত হয়েছে।
advertisement
এর আগেও ছেলেমেয়েরা সুনজয় কাপুরের উইলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং আদালতে প্রিয়া কাপুরকে “সিন্ডারেলা সৎমা” বলে উল্লেখ করে দাবি করেছে, তিনি তাঁদের চেয়ে নিজের স্বার্থকে অগ্রাধিকার দেন। এর জবাবে প্রিয়া আদালতকে জানান, সন্তানেরা ইতিমধ্যেই পরিবারিক ট্রাস্ট থেকে ১,৯০০ কোটি টাকা পেয়েছে। পূর্বে আদালত প্রিয়া কাপুরকে সুনজয় কাপুরের সমস্ত সম্পত্তির একটি বিস্তারিত তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছিল।
advertisement
গত ১২ জুন আচমকাই প্রয়াত হয়েছেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর বিশাল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে চলতে থাকে সমস্যা। এই আইনি মতবিরোধের মধ্যেই শুক্রবার দিল্লি হাইকোর্টকে করিশ্মার মেয়ে জানান, তিনি গত দু’মাস ধরে কলেজের ফি দিতে পারেননি। করিশ্মার মেয়ে সামাইরা কাপুরের এই অভিযোগ অস্বীকার করে দেন সঞ্জয় কাপুরের বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর। তিনি আদালতে বলেন, এই বিষয়টি নিয়ে কোনও নাটক হোক তিনি চান না।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাকি পড়ে আছে সন্তানের কলেজের টিউশন ফি! স্বামী চলে যেতেই আর্থিক টানাপোড়েন, অভিযোগ ঘিরে বিতর্কে করিশ্মা
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement