Indian Of The Year 2023 Award: ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০২৩ পুরস্কার পেলেন চিত্র পরিচালক মণি রত্নম! জানুন

Last Updated:

Indian Of The Year 2023 Award: ২০২৩ সালের বিনোদনের সেরা পুরস্কার তুলে দেওয়া হয় মণি রত্নমকে।

নয়া দিল্লি:  সিএনএন নিউজ১৮ ইন্ডিয়ান ইয়ার ২০২৩ পুরস্কার পেলেন চিত্র পরিচালক মণি রত্নম! তারকাখচিত অনুষ্ঠানে প্রবীণ চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার প্রশংসিত চলচ্চিত্র নির্মাতাকে পুরস্কার প্রদান করেন! আখতার ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, বিচারপতি ইন্দু মালহোত্রা, প্রাক্তন ভারতীয় অ্যাথলেট এবং অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট অঞ্জু ববি জর্জ, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারপারসন সঞ্জীব গোয়েঙ্কার সাথে জুরির অংশ ছিলেন। এবং পরিবেশ কর্মী ও আইনজীবী আফরোজ শাহ।
২০২৩ সালের বিনোদনের সেরা পুরস্কার তুলে দেওয়া হয় মণি রত্নমকে। ২০২৩ সাল বিশেষ ছিল! এ বছর মুক্তি পেয়েছে বিগ বাজেটের ছবি ‘পন্নিয়িন সেলভান ২’! এবং এটি একটি সুপারহিট ছবি! এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রাভি, তৃষা, প্রভু, ঐশ্বর্য লক্মী সহ বহু অভিনেতারা! এছাড়াও এবছরেই মণি রত্নম তাঁর দ্বিতীয় কাজ কমল হাসানের সঙ্গে শুরু করেছেন, যার নাম ‘ঠগ লাইফ’!
advertisement
advertisement
এবছর এই পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন, দীপিকা পাড়ুকোন, মনোজ বাজপেয়ী, এবং সানি দেওল! গত বছর এই পুরস্কার জিতেছিলেন আল্লু অর্জুন! এই নিয়ে ১৩তম বার অনুষ্ঠিত হচ্ছে! ভারতের শিক্ষা থেকে সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে যারা প্রভাব রেখেছেন নিজেদের কাজ দিয়ে তাদের সকলকেই এই অনুষ্ঠানে বিশেষ শ্রদ্ধা জানানো হয়! ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে, CNN-News18 ইন্ডিয়ান অফ দ্য ইয়ার দৃঢ়ভাবে নিজেকে নিউজ টেলিভিশনের বিশ্বের সবচেয়ে বড় পুরষ্কার হিসাবে প্রতিষ্ঠিত করেছে, যা এর অপ্রতিরোধ্য বিশ্বাসযোগ্যতার জন্য পরিচিত!
advertisement
বছরের পর বছর ধরে, ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পুরস্কার প্রাপকদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়া, ক্রিকেট তারকা বিরাট কোহলি, ভারতীয় মহিলা ক্রিকেট দল, এনজিও স্টপ অ্যাসিড অ্যাটাকস, দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, সঙ্গীত কিংবদন্তির মতো ব্যক্তিত্ব যুক্ত রয়েছেন। এ আর রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো), নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী, তারকা বক্সার এমসি মেরি কম, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ আরও অনেকে!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Of The Year 2023 Award: ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০২৩ পুরস্কার পেলেন চিত্র পরিচালক মণি রত্নম! জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement