Thappad Movie Review: ‘পুরুষতান্ত্রিক’ সমাজকে কষিয়ে চড় মারলেন তাপসী-অনুভব

Last Updated:

পরিচালক অনুভব সিনহার ‘থপ্পড়’ এমনই এক গুরুত্বপূর্ণ ছবি যা কিনা মস্তিষ্কে গিয়ে সোজা আঘাত মারে ৷

#কলকাতা: প্রথমেই বলে রাখা ভালো, যদি শুধুমাত্র বিনোদনের জন্য এ ছবি দেখতে যান, তাহলে আপনার এ ছবি না দেখতে যাওয়াই উচিত৷ কারণ, এই ছবি বিনোদন মোটেই দেবে না, বরং ক্রমাগত আপনাকে ‘বাস্তব’-এর সামনে দাঁড় করিয়ে, আপনার মনের ‘অবচেতন’কে আঘাত করে যাবে ৷ সব সময়ই মনে হবে, এতদিন যে জিনিসটাকে খুবই হালকা ছলে দেখতেন, তার ওজন এতটাই বেশি !
হ্যাঁ, পরিচালক অনুভব সিনহার ‘থপ্পড়’ এমনই এক গুরুত্বপূর্ণ ছবি যা কিনা মস্তিষ্কে গিয়ে সোজা আঘাত মারে ৷ আর আঘাতটা পুরোটাই পুরুষতান্ত্রিক সমাজকে ৷ তাহলে কী অনুভবের এই ছবি নারীকেন্দ্রিক বা  নারীবাদী?
পরিচালক অনুভব সিনহার আগের সব কটি ছবি ঘরানা লক্ষ্য করুন, অবশ্য ‘তুম বিন’ ব্যতিত, বিশেষ করে হালফিলের ‘মুল্ক’, ‘আর্টিক্যাল ১৫’ ৷ অনুভব তাঁর ছবিতে প্রত্যেকবারই সমাজের এমন একটি ইস্যুকে তুলে ধরেন, যা কিনা কোনও সভ্য সমাজ তৈরি হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে ৷ ঠিক যেমন, ‘মুল্ক’-এ হিন্দু-মুসলমান এবং সন্ত্রাসবাদ, তেমনি ‘আর্টিক্যাল ১৫’ -এ ‘জাতপাত সমস্যা’ ৷ ‘থপ্পড়’-এ অবশ্য অনুভব ঢুকলেন একেবারে আমার-আপনার ঘরের ভিতর ৷ যেখান থেকে সমস্যার শিকড় নিয়ে সেটা পুঁতে দিলেন সমাজের মাটিতে ৷ বলতে গেলে এক করে দিলেন ঘর আর বাইরে-কে ৷
advertisement
advertisement
গল্পটা একটু ছুঁয়ে নেওয়া যাক ৷ অনুভব সিনহা এক গৃহবধূ অমৃতা ওরফে তাপসী পান্নু-র গল্প বললেন ৷ যে গৃহকোণকে সুখী করতে নিজের সবটুকুই দিয়ে দেন ৷ যে রোজ নিজেকে ভাঙতে শুরু করে ৷ তাঁর সকাল শুরু হয় ব্ল্যাক টি থেকে বরের স্যুটকেস এগিয়ে দেওয়া ৷ ছবির প্রথমভাগ মূলত অমৃতার সংসার বাঁধার স্বপ্ন দিয়েই সাজানো ৷ তবে গোটা স্বপ্নটা ভেঙে যায়, পার্টিতে এক থাপ্পড়ের মধ্যে দিয়েই ৷ আর তার পরেই অনুভবের এই ছবি অন্য দিকে মোড় নেয় ৷
advertisement
এই ছবির একটি দৃশ্য হয়তো পুরো ছবিকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ৷ তাপসীকে জড়িয়ে শুয়ে রয়েছেন তাঁর অনস্ক্রিন স্বামী বিক্রম (পভিল গুলাটি) ৷ তাপসীর স্বামীর বাহুবন্ধনে থেকেও সে যেন একেবারেই আলাদা ৷ যেন তারই গোছানো সংসার থেকে অনেকটা দূরে সরে এসেছে ৷  যে আপোস করতে নারাজ ৷  প্রতিবাদী !
advertisement
অনুভবের এই ছবির আসল মোচড়টাই শুরু একটি পার্টির দৃশ্য থেকে৷ এর আগের সবকটা দৃশ্যই অনুভব বুনেছেন, শুধুমাত্র গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ৷ অনুভব সিনহার এই ছবি  নারীবাদী হয়েও পুরুষকে ছোট দেখানোর চেষ্টা নয় ৷ বরং বার বার পুরুষতান্ত্রিক সমাজকে প্রশ্ন করে যাওয়া ৷ বরং বার বার মনে করিয়ে দেওয়া, নারী-পুরুষ নির্বিশেষে ‘টেকেন ফর গ্রান্টেড’ না করাই শ্রেয় ৷ অনুভবের এই ছবি সো কল্ড ‘বৈবাহিক সম্পর্ক’কে একটা ঝটকা সত্যিই দেয়৷
advertisement
এই ছবি গোটাটাই তাপসী পান্নুর ৷ প্রত্যেকটি ফ্রেমে তিনি নিজেকে প্রমাণ করেছেন, তিনি লম্বা রেসের ঘোড়া ৷ এটা তো জাস্ট শুরু ! বিক্রমের চরিত্রে পাভিল পরিমিত ৷ যিনি তাপসীকে সব সময়ই কমপ্লিমেন্ট দিয়ে চলেছেন প্রতিটি দৃশ্যে ৷ দিয়া মির্জা, রত্না পাঠক, তনভি আজমি, কুমুদ মিশ্র প্রত্যেকই এই ছবির একেকটি স্ট্রং পয়েন্ট৷
advertisement
সব শেষে বলা ভালো ‘থপ্পড়’ এমনই এক ছবি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরে ৷ কিন্তু একেবারে জাজমেন্টাল না হয়ে ৷ বরং পরিচালক প্রতিটি পয়েন্ট সহজভাবে তুলে ধরেন দর্শকের সামনে ৷ যা ‘ইগো’তে ঢাকা-চাপা পড়ে থাকা বিষয়কে সামনে নিয়ে আসে ৷ এই ছবি সত্যিই সোজা মস্তিষ্কে গিয়ে আঘাত মারে ৷ তাই হল থেকে বেরিয়েও আপনার মাথায় ঘোরাফেরা করতে থাকবে ছবি থেকে ওঠা প্রশ্নগুলোই !
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Thappad Movie Review: ‘পুরুষতান্ত্রিক’ সমাজকে কষিয়ে চড় মারলেন তাপসী-অনুভব
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement