Sanju Review: সঙ্গে সঞ্জয় দত্ত, তবে বাজি জিতলেন রণবীরই !

Last Updated:

যাক, অবশেষে বক্স অফিসকে হাতের মুঠোয় নেওয়ার মতো হাতিয়ার পেলেন রণবীর ৷

#কলকাতা: যাক, অবশেষে বক্স অফিসকে হাতের মুঠোয় নেওয়ার মতো হাতিয়ার পেলেন রণবীর ৷ আর অবশেষে সঞ্জয় দত্তের দেওয়া চ্যালেঞ্জকে ফুঁ দিয়ে উড়িয়ে ‘সঞ্জু’ ছবির গোটাটাই হয়ে উঠলেন রণবীর কাপুর ৷ ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুই রণবীর ৷ প্রথম ফ্রেম থেকে একেবারে শেষ ফ্রেম অবধি গিয়েও চোখের পাতা পড়বে না রণবীরকে দেখে ৷ হতবাক হবেন, চমকে উঠবেন ৷ মাঝে মধ্যে গুলিয়েও ফেলতে পারেন, আপনি ঠিক কাকে দেখছেন, সঞ্জয় দত্তকে নাকি রণবীরকে ৷ তবে ‘সঞ্জু’ শুধু এমন এক ছবি নয়, যেখানে শুধুই খুঁজে বেড়াতে হয় রণবীরকে কতটা সঞ্জয় দত্ত মানিয়েছে ৷ বরং ভাবনা-চিন্তায় তার থেকে অনেক এগিয়ে গিয়েছে এই ছবি ৷
বলা ভালো সঞ্জয় দত্তকে একপাশে রেখে দিয়ে, রণবীরের হাত ধরে এক নায়কের খলনায়ক এবং নায়কের প্রত্যাবর্তনের গল্প বলে এই ছবি ৷ আর সঙ্গে তো রয়েইছে রাজকুমার হিরানির ক্রাফ্টম্যানশিপ ৷
‘সঞ্জু’ আসলে শুধুই সঞ্জয় দত্তের বায়োপিক নয় ৷ বরং, এক নায়কের ভাঙা-গড়ার গল্প ৷ আর এই মুহূর্তে রণবীর কাপুরের বক্স অফিসের যা অবস্থা, সেক্ষেত্রে কিছুটা হলেও ‘সঞ্জু’ যেন রণবীর কাপুরের কাছেও টিকে থাকার লড়াইয়ের ছবি ৷ আর সেদিক থেকে ‘সঞ্জু’ ছবিতে রণবীর নিজের পুরোটাই উজাড় করে দিয়েছেন ৷
advertisement
advertisement
ছবিটা শুরু হয় সঞ্জু ওরফে রণবীর এবং সঞ্জুর প্রিয় বন্ধু কমলির (ভিকি কৌশল ) কেমেস্ট্রি দিয়ে ৷ বিদেশের লোকেশন ৷ ঝকঝকে জীবন ৷ তারপর এগোতে থাকে নার্গিস ওরফে মণীশা কৈরালা, সুনীল দত্ত ওরফে পরেশ রাওয়ালের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের নানা দিক নিয়ে ৷ বিশেষ করে ড্রাগের নেশা, ব্রেক আপ, সঞ্জয় দত্তের ক্রাইসিস !
advertisement
এই সবকেই খুব সুন্দর করে সাজিয়েছেন রাজকুমার হিরানি ৷ সঠিক অর্থে টাইম-স্পেশের ব্যবহার করে রাজকুমার হিরানি সেই মু্ন্নাভাই, পিকে, থ্রি-ইডিয়টের ম্যাজিককে ফের পর্দায় এনেছেন৷
হিরানি দু’ভাগে ভাগ করেছেন ‘সঞ্জু’ ছবিতে সঞ্জয় দত্তের জীবনকে ৷ প্রথমার্ধ সঞ্জয় দত্তের ড্রাগের নেশার সঙ্গে লড়াই, বেগতিক জীবন ৷ আর দ্বিতীয়ার্ধে ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের সঙ্গে সঞ্জয় দত্তের যোগাযোগ ৷ এক নায়কের জীবনের বেশিরভাগটা বলার ক্ষেত্রে সহজ, সরল আঙ্গিককেই ধরেছেন হিরানি ৷ এখানেই তাঁর মুন্সিয়ানা ৷
advertisement
‘সঞ্জু’ ছবির সবচেয়ে শক্ত খুঁটি যদি হয় রণবীর কাপুর, তো তাঁকে সাহায্য করে গিয়েছেন মণীশা কৈরালা, সুনীল দত্ত৷ মণীশা এই ছবিতে নার্গিসের ভূমিকায় অসাধারণ ! অন্যদিকে, পরেশ রাওয়াল যে কত ভালো অভিনেতা তা ফের প্রমাণ সুনীল দত্তের চরিত্রে অভিনয় করে ৷ সোনম কাপুর, দিয়া মির্জাও নিজের জায়গায় একেবারে সঠিক ৷ আলাদা করে প্রশংসা পাওয়া উচিত ভিকি কৌশলের ৷ বিপরীতে রণবীরের মতো পারফেক্ট অভিনেতার সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে অভিনয় করে গিয়েছেন ভিকি ৷
advertisement
লেখক চরিত্রে অনুষ্কা শর্মা নিজের মতো ৷ তবে যাঁরা ভাবছেন, এই ছবিতে মাধুরীর সঙ্গে সঞ্জয়ের প্রেম নিয়ে কিছু দেখা যাবে ৷ তাঁরা হতাশ অবশ্যই হবেন ৷ কারণ, সঞ্জু ছবিতে হিরানি, বলিউডকে পাশে পাশে নিয়ে চলেছেন ৷ কখনই ছবির গল্পের প্রধান করেননি ৷
‘সঞ্জু’ ছবির হয়তো সবচেয়ে ভালো দিকই হল, এই ছবিতে সঞ্জয় দত্তের ‘বিতর্কিত’ জীবন নিয়ে আলাদা করে কোনও কমেন্ট করতে চাননি হিরানি ৷ না আলাদা করে দিতে চেয়েছেন কোনও বার্তা ৷ ফ্যাক্টস-ফিগারকে এক করে, এক ‘বিতর্কিত নায়ক’-এর গল্পই নিজের মতো করে দেখিয়েছেন হিরানি ৷ যা কখনই রূপকথার মতো লাগে না, বরং কঠোর বাস্তবকেই সামনে এনেছেন পরিচালক ৷ তবে একেবারে তথ্যচিত্রের ঢঙে নয়, বরং বিনোদনের মোড়কে ৷
advertisement
সব শেষে বলতে হয়, ‘সঞ্জু’ ছবি আসলে এক নায়কের লড়াইকে সেলিব্রেট করে ৷ ‘সঞ্জু’ ছবি জীবনের হার-জিতের মাঝে থাকা এক ‘মানুষ’-এর গল্প বলে ৷ ‘সঞ্জু’ ছবি মেরুদণ্ড সোজা করে ফিরে আসার গল্প বলে ৷ বিশেষ করে, সঞ্জয় দত্তকে সঙ্গে নিয়ে রণবীরের বাজি জিতে যাওয়ার গল্পই বলে এই ছবি ৷ ! যেন রণবীর চিৎকার বলেছেন, তিনি আছেন, থাকবেন ! তাই এই বাজি তাঁকে জিততেই হবে !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sanju Review: সঙ্গে সঞ্জয় দত্ত, তবে বাজি জিতলেন রণবীরই !
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement