Simran Film Review: কুইনের পর সিমরণে সেরাটা দিলেন কঙ্গনা

Last Updated:

‘সিমরণ’ ছবির প্রোমোশনের শুরু থেকেই সেই পুরনো হৃত্বিক ও আদিত্য পাঞ্চলীকে নিয়ে কঙ্গনার করা উক্তি, বিতর্কের মুখে ফেলেছিল কঙ্গনাকে ৷

#কলকাতা: ‘সিমরণ’ ছবির প্রোমোশনের শুরু থেকেই সেই পুরনো হৃত্বিক ও আদিত্য পাঞ্চলীকে নিয়ে কঙ্গনার করা উক্তি, বিতর্কের মুখে ফেলেছিল কঙ্গনাকে ৷ অনেকেই মনে করেছিলেন, এই বিতর্ক আর কিছু-ই নয়, বরং ‘সিমরণ’ ছবির প্রোমোশনের একটা হাতিয়ার মাত্র ৷ তবে কঙ্গনা রানাওয়াতের কাছে এই প্রশ্নেরও ছিল উত্তর, সাংবাদিকদের তিনি জানিয়ে ছিলেন, ‘ছবির আগে বিতর্ক উঠলে, ছবির প্রোমোশন ৷ রিলিজের পরে বিতর্ক উঠলে জোর করে খবর বানানো ৷ তাহলে আমরা থাকব কোথায়? সিনেমা ছাড়া কি আর কিছুই নেই অভিনেতাদের !’
কঙ্গনার এই কথার সূত্র ধরেই হনসল মেহতার ‘সিমরণ’ ছবির সমালোচনা সেরে ফেলা যায় ৷ কারণ, সত্যিই সিনেমা ছাড়া কঙ্গনার আরও কোনও কিছুর দিকে মন দেওয়াই উচিত নয় ৷ অভিনয়টাকে যে তিনি একেবারে গুলে খেয়ে ফেলেছেন, তা কুইন ছবির পর ফের কঙ্গনা প্রমাণ করলেন ‘সিমরণ’ ছবিতে ৷
পরিচালক হনসল মেহতা মানেই, ‘শাহিদ’, ‘আলিগড়’ বা ‘স্ট্রিটলাইট’-এর মতো ছবি ৷ যেখানে বিনোদনের সঙ্গে সঙ্গে সমাজের বিশেষ কিছু মানুষের সত্যটাকে পর্দায় নিয়ে আসতেই অভ্যস্ত পরিচালক হনসল ৷ তবে ‘সিমরণ’ ছবির ক্ষেত্রে হনসলের এই অভ্যাসটাই যেন বদলে গেল ৷ কারণ, গল্পের দিক থেকে খুব একটা জোরালো নয়, এই ছবি৷ বরং প্রতিটি ক্ষেত্রেই যেন নতুন নতুন গল্প খুঁজে চলছিল, ছবির শেষ অবধি এই খোঁজা চলছিলই !
advertisement
advertisement
সিমরণ ছবির সবচেয়ে শক্তিশালী জায়গাই হল কঙ্গনা রানাওয়াত ৷ আর তাঁর কাঁধেই দাঁড়িয়ে ছিল আড়াই ঘণ্টার এই ছবি ৷
কুইন ছবিতে একাই কঙ্গনা বেরিয়ে পড়েছিলেন হানিমুনে ৷ আর সেখানেই গিয়েই নিজেকে নতুন করে চেনেন কুইনের কঙ্গনা ৷ সিমরণ ছবিতে কঙ্গনার চরিত্রটি একজন ডিভোর্স হওয়া মেয়ের ৷ যার জন্য নতুন পাত্র খুঁজছে তাঁর বাড়ির লোক ৷ কিন্তু নানা ঘটনাচক্রে, কঙ্গনা জড়িয়ে পড়ে ব্যাঙ্ক ডাকাতিতে ৷ আর সেখান থেকেই ট্যুইস্ট শুরু হয় সিমরণ ছবির !
advertisement
গল্পের দিক থেকে এই ছবি খুব একটা চ্যালেঞ্জিং নয় ৷ নতুন কোনও স্বাদও দিতে পারে না পরিচালক হনসল মেহতা ৷ কিন্তু কঙ্গনা রানাওয়াত, প্রত্যেক দৃশ্যেই বাজিমাত করে৷ সহজ কথায় বলা যায়, কুইনের পর সিমরণ হয়ে ফের নিজের সেরাটা দিলেন কঙ্গনা ! আর ইদানিং তাঁকে নিয়ে বিতর্ক ? সে তো মুহূর্তের !
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Simran Film Review: কুইনের পর সিমরণে সেরাটা দিলেন কঙ্গনা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement