Angrezi Medium Review: ছকে বাঁধা গল্পে ইরফানের কামাল ! ছবিটা দেখুন শুধু তাঁর জন্যই

Last Updated:

ইরফান যখনই পর্দায় আসছিলেন, তখন বার বার একটা কথাই মাথায় ঘোরফেরা করছিল, বাস্তব জীবনে ইরফান খান কতটা লড়াকু ৷

#মুম্বই: ইরফান খান যে দারুণ অভিনয়টাই করেন তাতে কোনও সন্দেহ নেই এবং এটা নতুন কথাও নয় ৷ তবে ইরফান যখনই পর্দায় আসছিলেন, তখন বার বার একটা কথাই মাথায় ঘোরফেরা করছিল, বাস্তব জীবনে ইরফান খান কতটা লড়াকু ৷ কীভাবে এক লহমায় ক্যানসার তাঁর জীবন পাল্টে দিয়েছিল ৷ তারপর কীভাবে সব কিছুর থেকে দূরে চলে গিয়ে লন্ডনে কঠোর চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ইরফান ৷ আর দেখুন, ক্যামেরার সামনে আসতেই, বাস্তবের সব লড়াই যেন গায়েব! কীভাবে চিত্রনাট্যের সঙ্গে মিশে গিয়ে ‘অংরেজি মিডিয়াম’-এর ‘সিঙ্গল ফাদার’ চম্পক বনশাল হয়ে উঠলেন ইরফান ! হয়তো এই ছবি ঠিক এই পয়েন্ট থেকেই সব বক্স অফিসের অঙ্কের উর্ধ্বে উঠে গেল ৷ সত্যি বলতে সব লড়াইয়েরও উর্ধ্বে ৷
প্রথমেই বলা উচিত, ‘অংরেজি মিডিয়াম’ দেখতে বসে কখনই ‘হিন্দি মিডিয়াম’-এর সঙ্গে তুলনায় যাবেন না ৷ সেই তুলনাই কিন্তু এই ছবির ক্ষেত্রে নেগেটিভ হতে পারে ৷ কারণ, ছবির বিষয়বস্তু, গল্প বলার কায়দার কথা ভাবলে, ‘হিন্দি মিডিয়াম’ এই ‘অংরেজি মিডিয়াম’ থেকে অনেক গুণে ভালো ৷ বলা ভালো চিত্রনাট্যের দিক থেকে অনেক বেশি শক্তিশালী  ছিল হিন্দি মিডিয়াম ৷ তবে ওই যে বললাম তুলনা নয় !
advertisement
‘অংরেজি মিডিয়াম’-এর দুর্বলতা নিয়েই প্রথমে আলোচনা করা যাক ৷ পরিচালক হোমি আদজানিয়ার এই ছবি নতুন কোনও গল্প বলে না ৷ বলিউডে এর আগেও বাবা-মেয়ে, মেয়ের স্বপ্নপূরণ ইত্যাদি ইত্যাদি নিয়ে বহু ছবিই হয়েছে ৷ ‘অংরেজি মিডিয়াম’ ছবির দৈর্ঘ্যও এই ছবির আরেকটি দুর্বল পয়েন্ট ৷ একই দৃশ্যের বার বার ব্যবহার এই ছবির গতিতে স্লথ করে দেয় ৷
advertisement
advertisement
তবে এই ছবির সবচেয়ে স্ট্রং পয়েন্টই হল অভিনয় ৷ ইরফান খান তো অবশ্যই রয়েছেন ৷ করিনার স্ক্রিন টাইম তেমন বেশি নয় ৷ তবে যতটুকু তিনি রয়েছেন নজর কেড়েছেন ৷ ডিম্পল কাপাডিয়া, কিকু সারদা,  এবং দীপক ডোবরিয়াল সবাই একেবারেই যথাযথ ৷
আলাদা করে বলতে হয় বলিউডে প্রায় নতুন রাধিকা মাদানের কথা ৷ ইরফানের পাশে তাঁর অভিনয় রীতিমতো প্রশংসাযোগ্য ৷ ছবিতে তারিকা চরিত্রে একেবারে মিলে মিশে গিয়েছিলেন রাধিকা ৷
advertisement
‘অংরেজি মিডিয়াম’ এমন এক ছবি যা নতুন গল্প না বললেও, শুধুমাত্র দারুণ সব অভিনেতাদের পারফেক্ট অভিনয়ের জন্য দেখা যেতে পারে ৷  বরং বলা ভালো এই ছবি দেখা যেতে পারে শুধুমাত্র ইরফান খানের জন্যই !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Angrezi Medium Review: ছকে বাঁধা গল্পে ইরফানের কামাল ! ছবিটা দেখুন শুধু তাঁর জন্যই
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement