Movie Review: উল কাঁটা আর অগোছালো জীবন, ঘুরে দাঁড়ানোর গল্প বলে সোয়েটার

Last Updated:
#কলকাতা: টুকু কিচ্ছু পারে না ৷ টুকুর কোনও গুণ নেই ৷ না গান পারে, না নাচ৷ আঁকতেও পারে না টুকু ৷ এমনকী, চা বানাতে গেলেও, সেই চা একেবারে অখাদ্য বানিয়ে ফেলে ! এই না পারাটাকে টুকু মেনে নিয়েছে ৷ এ না পারাটাকে নিয়ে টুকু থমকে গিয়েছে ৷ আর এই এতগুলো না পারার মধ্যে টুকুর একটা গুণ ৷ টুকু ভালোবাসতে পারে ৷ তাই তো বার বার পাবলোর কাছে ছুটে যায় টুকু, ওই একটা ‘পারা’ নিয়েই ৷ কিন্তু টুকু সেখানেও বিফল ৷ তাঁর ভালোবাসতে পারাটা পাবলোর কাছে রোজের কাটলেট আর চায়ের চুমুক! মানে টাইমপাস ! টুকুর জীবন এরকমই, জট লেগে যাওয়া উলের গোল্লা পাকানো বল ৷ যা কিনা রঙিন, নরম হয়েও ভীষণভাবে জটিল ৷ আর তাঁর ঠিক উল্টো টুকুর বোন ! সে উচ্ছ্বল, নানা গুণ নিয়ে সবসময় টুকর পাশে বিপরীত রঙ  ৷ ঠিক এমনই সময় টুকুর জট লাগা জীবনে চলে আসে উল কাঁটা ৷ বহুবার পাত্রপক্ষের কাছে অগ্রাহ্য হয়ে অবশেষে টুকুর সামনে চলে আসে বিয়ের মাপকাঠি মানে একটি সোয়েটার ৷ যা বানাতে পারলেই, কেল্লাফতে ৷ টুকু পেয়ে যাবে যোগ্য জীবনসঙ্গী ৷ অন্যদিকে, টুকুর মা-বাবার মন থেকে নামবে পাথর৷ এতো উল কাটা নয়, যেন টুকুর হাতে চলে আসে জাদুরকাঠি !
হাতে উল কাঁটা ৷ অগোছালো জীবন ৷ পাহাড়ের ঢাল ঘেঁষে টুকুর জীবনের নতুন অধ্যায়৷ সোয়েটার  বুনতে শেখা ৷ উল কাঁটার অজুহাতে নিজেকে প্রমাণ করার চেষ্টা ৷ প্রথমে বিয়ের জন্য ৷ পরেরটা একেবারে নিজের জন্য ৷
পরিচালক শিলাদিত্য মৌলিকের ‘সোয়েটার ’ ছবির মোদ্দাটা মোটামুটি এটাই ৷ সহজে বলতে গেলে এক মেয়ের নিজেকে খুঁজে পাওয়ার গল্প ৷ ভারী কথায় ‘উইম্যান এমপাওয়ারমেন্ট’ ৷ তবে এই ভারী কথাকেই রূপকথার মতো করে সামনে এনেছেন পরিচালক ৷ সঙ্গে পাহাড়ের লোকেশনে ছবি জুড়ে অপার স্নিগ্ধতা ৷ আর তাই তো পাহাড়ের ঢিমে তালে চলা দিনযাপনের মতো, টুকুও অল্প অল্প জীবন বুনে ফেলে, বুনে ফেলে সোয়েটার ৷   কখনও তা চোখ বুজে, কখনও তা বেহালার ছড়ের সঙ্গে তাল মিলিয়ে৷ টুকুর কাছে সোয়েটার যেন পরশ পাথর ৷ আর বাদ বাকিটা টুকুর বদলে যাওয়ার গল্প৷
advertisement
advertisement
ছবির সবচেয়ে স্ট্রং পয়েন্টই হল সঠিক অভিনেতা নির্বাচন ৷ টুকুর চরিত্রে ইশা খুবই বিশ্বাসযোগ্য৷ ইশা প্রত্যেকটি দৃশ্যে টুকু হওয়ার জন্য যে মাপা অভিনয়টা করেছেন, তার জন্য টুকুকে থুড়ি ইশাকে এক্সট্রা নম্বর ৷ টুকুর বোনের চরিত্রে অনুরাধা স্বপ্রতিভ৷ টুকুর বাবার চরিত্রে খরাজ মুখোপাধ্যায় অনবদ্য ৷ অল্প স্ক্রিন টাইমে জুন মালিয়াও বেশ উজ্জ্বল৷
advertisement
তবে ছবির মোড় ঘুরিয়ে দেন শ্রীলেখা মিত্র ৷ বলা ভালো, শ্রীলেখার স্ক্রিনে আসার পর থেকেই ছবি যেন আরও বেশি রঙিন হয়ে পড়ে ৷ পাবলো চরিত্রে সৌরভ দাস ও সাম্য চরিত্রে ফারহান ইমরোজকে ভালো লাগে ৷ সিধুও অল্প পরিসরে নজর কেড়েছেন ৷
সোয়েটার  ছবির আসল হিরো তিনজন৷  ছবির গল্প, সিনেম্যাটোগ্রাফি আর ছবির মিউজিক ৷ রণজয় ভট্টাচার্যের সুর এই ছবির রূপকার বললে ভুল বলা হবে না ৷ বলা ভালো শোয়েটারকে উষ্ণতা ধার দিয়েছেন রণজয় ৷ আর উদয়ের ক্যামেরা সেই উষ্ণতাকে চ্যালেঞ্জ জানিয়েছে, কুয়াশা মাখা পাহাড়ের বাঁকে ৷ যা কিনা মন ভালো করে দেয় ৷
advertisement
তবে সোয়েটার নিয়ে আক্ষেপও রয়েছে ৷ ঠিক কেন জুন মালিয়া শোয়েটারই বুনতে বললেন, সেই যুক্তিটা আরও একটু পরিষ্কার হতে পারত ৷  শোয়েটারের মধ্যে দিয়ে শুধুমাত্র পুত্রবধূর সঙ্গে কথা বলার বিষয়ের মিল খুঁজতে চাওয়াটা বেশ দুর্বল যুক্তি !
সোয়েটার  আসলে এই ছবিতে একটা জীবনকে তুলে ধরার মেটাফোর ৷  উল কাঁটার মধ্যে দিয়ে জট পাকানো অগাছালো জীবনকে বুনে নেওয়ার গল্পই বলে এই ছবি ৷ যেখানে গল্পের সঙ্গে মিশে যায় চেতনা ৷ সঙ্গে দৌঁড়ে চলা জীবনে শোয়েটার কিছুটা হলেও স্বস্তি দেয় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Movie Review: উল কাঁটা আর অগোছালো জীবন, ঘুরে দাঁড়ানোর গল্প বলে সোয়েটার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement