‘ব্যোমকেশ বক্সী’, ‘রজনী’ ! টেলিভিশনেও সুপারহিট বাসু চট্টোপাধ্যায়

Last Updated:

যা কিনা টেলিভিশন ধারাবাহিকের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছিল৷

#মুম্বই: সালটা ১৯৯৩-৯৭ ৷ দূরদর্শনে তখন প্রাইম টাইম কেড়ে নিয়েছে দুই বাঙালি ৷ শরদিন্দ্যুর তৈরি গোয়েন্দা ব্যোমকেশ আর পরিচালক বাসু চট্টোপাধ্যায় ৷ বাঙালির কাছে প্রত্যেক পুজোয় গন্ডায় গন্ডায় ব্যোমকেশ মুক্তি পেলেও, কিংবা ওয়েব সিরিজে ব্যোমকেশ সিরিজ তৈরি হলেও, রজিথ কাপুরের ব্যোমকেশ বক্সী যে এখনও অবধি সেরা, তা কিন্তু হলপ করে সবাই স্বীকার করবে ৷ বাংলার গোয়েন্দাকে গোটা ভারতের সামনে নিয়ে আসার যে গুরু দায়িত্ব নিয়েছিলেন বাসু চট্টোপাধ্যায়, তা সত্যিই ভোলার নয় ৷
তবে শুধুই ব্যোমকেশ নয়, ১৯৮৫ সালে উইম্যান এমপাওয়ারমেন্টকে সঙ্গী করে বাসু চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন রজনী ৷ যা কিনা টেলিভিশন ধারাবাহিকের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছিল৷
এরপর দর্পণ, কাকাজি কহি, এক প্রেম কথা ৷ টেলিভিশনে একের পর এক মাস্টার স্ট্রোক বাসু চট্টোপাধ্যায়ের ৷
advertisement
প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের প্রবাদপ্রতীম পরিচালক ও চিত্রনাট্যকর বাসু চট্টোপাধ্যায় ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৩ ৷ বার্ধক্যজনিত কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷  ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো মে, চামেলি কি শাদি, এক রুকা হুয়া ফয়সলা-র মতো ছবি তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে ভারতীয় চলচ্চিত্র জগতে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ব্যোমকেশ বক্সী’, ‘রজনী’ ! টেলিভিশনেও সুপারহিট বাসু চট্টোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement