হোম /খবর /বিনোদন /
‘হঠাৎ বৃষ্টি’, ভারত-বাংলাদেশের ছবিতে যখন পরিচালক ছিলেন বাসু চট্টোপাধ্যায়

‘হঠাৎ বৃষ্টি’, ভারত-বাংলাদেশের ছবিতে যখন পরিচালক ছিলেন বাসু চট্টোপাধ্যায়

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ১৯৯৮ সালে বাসু চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন ‘হঠাৎ বৃষ্টি’ ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের প্রবাদপ্রতীম পরিচালক ও চিত্রনাট্যকর বাসু চট্টোপাধ্যায় ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৩ ৷ বার্ধক্যজনিত কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷  ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো মে, চামেলি কি শাদি, এক রুকা হুয়া ফয়সলা-র মতো ছবি তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে ভারতীয় চলচ্চিত্র জগতে ৷গোটা কেরিয়ারে পাঁচটি বাংলা ছবি বানিয়ে ছিলেন বাসু চট্টোপাধ্যায় ৷ প্রত্যেকটি ছবিই বক্স অফিসে সফল হয় এবং একই সঙ্গে দর্শদেক সমাদার পেয়েছিল ৷ চুপি চুপি, টক ঝাল মিষ্টি, হচ্ছেটা কি, ত্রিশঙ্কু ৷ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ১৯৯৮ সালে বাসু চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন ‘হঠাৎ বৃষ্টি’ ৷ ফিরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী-কে নিয়ে তৈরি এই ছবি এপার বাংলা ও ওপার বাংলার বক্স অফিসে সারা ফেলেছিল ৷ ছবিটি দক্ষিণী ছবি ‘কাধাল কোট্টাই’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন বাসু চট্টোপাধ্যায় ৷ পরে অবশ্য বলিউডে সির্ফ তুম নামে রিমেক হয় এই ছবির ৷

Published by:Akash Misra
First published:

Tags: Basu Chatterjee, Bollywood