সলমনকে নিয়ে ঝামেলায় জারিন-ডেইজি!

Last Updated:

দুই নারী, আর হাতে তার সল্লু ! শুধু হাতেও নয়, রমণীদের মনেও রয়েছেন তিনি ৷ তাই তো এত ঝামেলা, এত কুটকচালি! ব্যাপারটা কি ? গোটাটাই ‘হেট স্টোরি’ ! খোলসা করা যাক ৷

#মুম্বই: দুই নারী, আর হাতে তার সল্লু ! শুধু হাতেও নয়, রমণীদের মনেও রয়েছেন তিনি ৷ তাই তো এত ঝামেলা, এত কুটকচালি! ব্যাপারটা কি ? গোটাটাই ‘হেট স্টোরি’ ! খোলসা করা যাক ৷
‘হেট স্টোরি থ্রি’তে আছেন দুই নায়িকা জারিন খান আর ডেইজি শাহ ৷ এই দু’জনেই একেবারে সল্লু মিয়াঁর হাতে তৈরি ৷ পাখি পড়ান পড়িয়ে, আদব-কায়দা শিখিয়ে জারিন ও ডেইজিকে বলিউডের মাঠে নামিয়েছেন সলমনই ৷ আর সেই কৃতজ্ঞতা দেখানো নিয়েই এই নায়িকা মেতেছেন নতুন বচসায়! ছবির প্রিমিয়ারে দু’জনেই নিজের মতো করে আমন্ত্রণ জানিয়েছেন সলমনকে ৷ একে অপরে খবরটা পেতেই, জ্বলে একেবারে তেলে বেগুণ! ব্যস, সলমনের কাছে এই খবর না থাকলেও, তারই জন্য রণক্ষেত্রে ‘হেট স্টোরির’ দুই নায়িকা ৷
advertisement
দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্যই ক্যাটরিনার লুক আ লাইক জারিনকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন সলমন ৷ ‘বীর’ ছবিতে নিজের নায়িকা বানিয়ে বলিউডের হাতে তুলে দিলেন সলমন ৷ এরপর ‘জয় হিন্দ’ ছবিতে পর্দায় আনলেন ডেইজি শাহকে ৷ সলমনের নায়িকা হয়ে বলিউডে পা রেখেও জমি খুঁজে পেতে চাপই হচ্ছিল দু’জনের ৷ শেষমেশ জারিন নিলেন নতুন অবতার আর ডেইজি এলেন ছক-নকশা বদলে ৷ ‘হেট স্টোরি ৩’তে দু’জনেই ব্যেমশেল ৷ নিজেদের শরীরের মাজিককে তুলে ধরেছেন এই ছবিতে ৷ আর সেই মাজিককেই সলমনের কাছে তুলে ধরতে পাগল হয়ে উঠেছেন জারিন ও ডেইজি দু’জনেই ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনকে নিয়ে ঝামেলায় জারিন-ডেইজি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement