সলমনকে নিয়ে ঝামেলায় জারিন-ডেইজি!

Last Updated:

দুই নারী, আর হাতে তার সল্লু ! শুধু হাতেও নয়, রমণীদের মনেও রয়েছেন তিনি ৷ তাই তো এত ঝামেলা, এত কুটকচালি! ব্যাপারটা কি ? গোটাটাই ‘হেট স্টোরি’ ! খোলসা করা যাক ৷

#মুম্বই: দুই নারী, আর হাতে তার সল্লু ! শুধু হাতেও নয়, রমণীদের মনেও রয়েছেন তিনি ৷ তাই তো এত ঝামেলা, এত কুটকচালি! ব্যাপারটা কি ? গোটাটাই ‘হেট স্টোরি’ ! খোলসা করা যাক ৷
‘হেট স্টোরি থ্রি’তে আছেন দুই নায়িকা জারিন খান আর ডেইজি শাহ ৷ এই দু’জনেই একেবারে সল্লু মিয়াঁর হাতে তৈরি ৷ পাখি পড়ান পড়িয়ে, আদব-কায়দা শিখিয়ে জারিন ও ডেইজিকে বলিউডের মাঠে নামিয়েছেন সলমনই ৷ আর সেই কৃতজ্ঞতা দেখানো নিয়েই এই নায়িকা মেতেছেন নতুন বচসায়! ছবির প্রিমিয়ারে দু’জনেই নিজের মতো করে আমন্ত্রণ জানিয়েছেন সলমনকে ৷ একে অপরে খবরটা পেতেই, জ্বলে একেবারে তেলে বেগুণ! ব্যস, সলমনের কাছে এই খবর না থাকলেও, তারই জন্য রণক্ষেত্রে ‘হেট স্টোরির’ দুই নায়িকা ৷
advertisement
দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্যই ক্যাটরিনার লুক আ লাইক জারিনকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন সলমন ৷ ‘বীর’ ছবিতে নিজের নায়িকা বানিয়ে বলিউডের হাতে তুলে দিলেন সলমন ৷ এরপর ‘জয় হিন্দ’ ছবিতে পর্দায় আনলেন ডেইজি শাহকে ৷ সলমনের নায়িকা হয়ে বলিউডে পা রেখেও জমি খুঁজে পেতে চাপই হচ্ছিল দু’জনের ৷ শেষমেশ জারিন নিলেন নতুন অবতার আর ডেইজি এলেন ছক-নকশা বদলে ৷ ‘হেট স্টোরি ৩’তে দু’জনেই ব্যেমশেল ৷ নিজেদের শরীরের মাজিককে তুলে ধরেছেন এই ছবিতে ৷ আর সেই মাজিককেই সলমনের কাছে তুলে ধরতে পাগল হয়ে উঠেছেন জারিন ও ডেইজি দু’জনেই ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনকে নিয়ে ঝামেলায় জারিন-ডেইজি!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement