গোপনে কী ভারত ছাড়লেন ফাওয়াদ খান?

Last Updated:

উরি জঙ্গি হামলার পর বলিউডে পাকিস্তানি অভিনেতাদের নিয়ে রীতিমতো বিক্ষোভ শুরু করে মহারাষ্ট্র মহানির্মাণ সেনার কর্মীরা ৷ এমনকী,

#মুম্বই: উরি জঙ্গি হামলার পর বলিউডে পাকিস্তানি অভিনেতাদের নিয়ে রীতিমতো বিক্ষোভ শুরু করে মহারাষ্ট্র মহানির্মাণ সেনার কর্মীরা ৷ এমনকী, বলিউডের ছবিতে কর্মরত পাকিস্তানি অভিনেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার হুমকিও দেন তাঁরা ৷ মহানির্মাণ সেনার হুমকির মুখে পড়েন ফাওয়াদ খান, মাহিরা খান ও আতিফ আসলাম, আলি জফরের মতো অভিনেতারা ৷
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, গোটা বলিউডে রটেছে কাউকে কিছু না জানিয়ে, একেবারে গোপনভাবে দেশ ছেড়ে পাকিস্তানে নিজের বাড়িতে রওনা দিয়েছেন নাকি ফাওয়াদ খান ৷
খবরে এসেছে, করণ জোহরের আসন্ন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি নিয়েও সমালোচনা শুরু করে দিয়েছে মহানির্মান সেনা ৷ এমনকী, তাঁরা আটকেও দিতে পারেন ছবির মুক্তি ৷ এরকম ঘটনার আঁচ পেয়ে করণ আগেই জানিয়ে ছিলেন ছবির প্রোমোশনে নাও থাকতে পারেন ফাওয়াদ খান৷ সেই কথার সূত্র ধরেই কী তাহলে দেশ ছাড়তে বাধ্য হলেন ফাওয়াদ? গুঞ্জনে এসেছে, ফাওয়াদ কবে ফের ভারতে ফিরবেন, তা নিয়ে কোনওরকম আঁচ পাওয়া যায়নি ৷
advertisement
advertisement
সোনম কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘খুবসুরত’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন ফাওয়াদ খান ৷ তবে টিভি ধারাবাহিকের হাত ধরে তার আগেই জনপ্রিয় হয়ে গিয়েছিলেন ফাওয়াদ ৷ সম্প্রতি ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে অভিনয় করে আলাদা করে নজর করেছিলেন ফাওয়াদ ৷ এছাড়াও নানা অ্যাওয়ার্ড ফাংশনেও হাজির হয়ে লাইম লাইট কেড়ে নিয়েছিলেন ফাওয়াদ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোপনে কী ভারত ছাড়লেন ফাওয়াদ খান?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement