#কলকাতা: ফ্যাশন। তা এখন আর শুধু জামাকাপড়েই সীমাবদ্ধ নয়। দৈনন্দিন জীবনের ফ্যাশন স্টেটমেন্টে ভেরিয়েশন আনতে একইরকম গুরুত্ব অ্যাকসেসরিজেরও। আর তার মধ্যে সবচেয়ে এগিয়ে নানা ধরনের সানগ্লাস। শীতের ফ্যাশন থেকে সানগ্লাসের ব্যবহার। সব নিয়েই ফ্যাশন টিপস, অগ্নিমিত্রা পলের।
এভিয়েটর, ওয়েফেয়ারার, ওভাল, রিমলেস, সেমি রিমলেস - সানগ্লাসের বাহারের শেষ নেই। ফ্যাশন কনশাস যাঁরা, তাঁদের অনেকেরই কিন্তু সানগ্লাস ফেটিশ রয়েছে। উইন্টারে একটা দুর্দান্ত জ্যাকেট, উইথ লেয়ার্স, সঙ্গে আপনার পছন্দের ডেনিম, শু বা বুটস আর অবশ্যই চোখে সানগ্লাস। আর কী চাই?
এ তো গেল শীতের কথা। গ্রীষ্মে কিন্তু সানগ্লাসের প্রয়োজন আরও বেশি। ফলে সিজন যাই হোক না কেন। সেলেব থেকে সাধারন মানুষ, সানগ্লাস কিন্তু সবসময়ের সঙ্গী। অগ্নি তাঁর মত করে চিপস দিলেন। আপনি কোনটা চুজ করবেন? কাছের কোনও স্টোরে গিয়ে বেছে নিন।
আরও পড়ুন-ইশা আম্বানির সঙ্গীতের মঞ্চে আগুন ধরালেন বেয়ন্সে