ইশা আম্বানির সঙ্গীতের মঞ্চে আগুন ধরালেন বেয়ন্সে

Last Updated:
1/5
•• রাজস্থানের উদয়পুরে ইশা আম্বানির বিয়ের প্রাক পর্ব চলছে ৷ এলাহি তার আয়োজন ৷ একের পর এক অনুষ্ঠান চলছে ৷ বাদ নেই কোনও বলি তারকা ৷ তাঁদের উজ্জ্বল উপস্থিতি দেখা দিচ্ছে ৷
•• রাজস্থানের উদয়পুরে ইশা আম্বানির বিয়ের প্রাক পর্ব চলছে ৷ এলাহি তার আয়োজন ৷ একের পর এক অনুষ্ঠান চলছে ৷ বাদ নেই কোনও বলি তারকা ৷ তাঁদের উজ্জ্বল উপস্থিতি দেখা দিচ্ছে ৷
advertisement
2/5
•• এমনকী মেয়ের বিয়েতে বিখ্যাত পপ আইকন বেয়ন্সেকেও উড়িয়ে নিয়ে এলেন মুকেশ আম্বানি ৷ সারা পৃথিবী যাঁর নাচ-গান-লাস্যে ঘায়েল ৷ সেই বেয়ন্সের পারফর্ম্যান্সে মজল ইশার প্রাক-বিবাহ অনুষ্ঠানে আগত অতিথিরা ৷
•• এমনকী মেয়ের বিয়েতে বিখ্যাত পপ আইকন বেয়ন্সেকেও উড়িয়ে নিয়ে এলেন মুকেশ আম্বানি ৷ সারা পৃথিবী যাঁর নাচ-গান-লাস্যে ঘায়েল ৷ সেই বেয়ন্সের পারফর্ম্যান্সে মজল ইশার প্রাক-বিবাহ অনুষ্ঠানে আগত অতিথিরা ৷
advertisement
3/5
•• মেহেন্দি এবং হলদি অনুষ্ঠানের আগে একটি মিউজিক্যাল ফাংশানের আয়োজন করা হয়েছিল ৷ আর সেখানেই বলি তারকাদের সঙ্গে পারফর্ম করলেন হলিউড স্টার বেয়ন্সেও ৷
•• মেহেন্দি এবং হলদি অনুষ্ঠানের আগে একটি মিউজিক্যাল ফাংশানের আয়োজন করা হয়েছিল ৷ আর সেখানেই বলি তারকাদের সঙ্গে পারফর্ম করলেন হলিউড স্টার বেয়ন্সেও ৷
advertisement
4/5
 •• গতকাল রবিবার সকালেই প্রায় ৬০ জনের দল নিয়ে উদয়পুরে আসেন বেয়ন্সে। ঝলমলে সোনালী পোশাকে বরাবরের মতনই মোহময়ী লাগছিল তাঁকে।
•• গতকাল রবিবার সকালেই প্রায় ৬০ জনের দল নিয়ে উদয়পুরে আসেন বেয়ন্সে। ঝলমলে সোনালী পোশাকে বরাবরের মতনই মোহময়ী লাগছিল তাঁকে।
advertisement
5/5
 •• এ ছাড়াও লাল গাউন ও গয়নাতেও বিয়ন্সের সাজ যথেষ্ট নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। পোশাকের সঙ্গে মানাসই ভারতীয় গয়না বেছ নিয়েছিলেন বেয়ন্সে ৷
•• এ ছাড়াও লাল গাউন ও গয়নাতেও বিয়ন্সের সাজ যথেষ্ট নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। পোশাকের সঙ্গে মানাসই ভারতীয় গয়না বেছ নিয়েছিলেন বেয়ন্সে ৷
advertisement
advertisement
advertisement