Farhan-Shibani: ফারহান-শিবানীর বিয়ে ! ছেলে ও পুত্রবধূর জন্য কবিতা লিখলেন জাভেদ আখতার

Last Updated:

Farhan-Shibani: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ফারহান। আনন্দে কবিতা লিখলেন বাবা জাভেদ আখতার !

photos: Viral Bhayani
photos: Viral Bhayani
#মুম্বই:  বলি-টাউনে এখন একের পর এক বিয়ের খবর। কিছু দিন আগেই বিবে হয়েছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। পত্রলেখা ও রাজকুমার রাও সেরে ফেলেছেন এই শুভ কাজ। অঙ্কিতা লোখান্ডেও বিয়েটা করেই ফেলেছেন। বাদ নেই বিক্রান্ত মাসসিও। এবার দ্বিতীয় বিয়ে করে ফেললেন ফারহান আখতার। বহু দিনের প্রেমিকা শিবানী দান্ডেকরের (Farhan-Shibani)  সঙ্গে আজ তাঁর সামাজিক বিয়ের অনুষ্ঠান হয় খান্ডালায়। সে ছবি সামনে এসেছে।
ফারহান আখতার ২০০০ সালে বিয়ে করেছিলেন অধুনা ভবানীকে। এই বিয়েতে তাঁদের দুই সন্তানও রয়েছে। দুই মেয়েই বেশ বড় হয়ে গিয়েছে। তবে এই বিয়ে ১৬ বছর স্থায়ী হয়। ২০১৬ সালে ফারহান-অধুনার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের আগে থেকেই চর্চায় ছিল ফারহান-শিবানীর(Farhan-Shibani) প্রেম। এবার সেই প্রেম বিয়ের পরিচয় পেল।
১৯ তারিখে সামাজিক বিয়ে হল তাঁদের। ফেব্রুয়ারির ২১ তারিখে হবে কোর্ট ম্যারেজ। আজ ফারহান শিবানীর বিয়েতে বসে ছিল চাঁদের হাট। বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু নামী তারকা। বিয়েতে নাচ করতে দেখা গেছে রিয়া চক্রবর্তীকেও। শিবানীর খুব কাছের বন্ধু রিয়া। সুশান্তের মৃত্যুর সময় রিয়ার হয়ে কথা বলতে দেখা গিয়েছিল শিবানী (Farhan-Shibani)দান্ডেকরকে। শুধু বলিউডের তারকারা নয় এই বিয়েতে সামিল হয়েছে ফারহান আখতারের পরিবারও। না প্রাক্তন স্ত্রীকে দেখা যায়নি বিয়েতে। কিন্তু ফারহানের মেয়েরা ছিলেন এই বিয়েতে। ছিলেন ফারহানের বাবা জাভেদ আখতার।
advertisement
advertisement
ছেলে ফারহান দ্বিতীয়বারের জন্য নিজের জীবন নতুন করে শুরু করছে। এ তো সব বাবার কাছেই আনন্দের। আর এই আনন্দের দিনে ছেলে ও নতুন বউমা শিবানীর(Farhan-Shibani) জন্য কবিতা লিখলেন জাভেদ আখতার। শুধু লেখেননি, সেই কবিতা নিজে পড়ে শোনান নব দম্পতিকে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে বলিউডের অনেকেই। বিয়েতে জাভেদ আখতারের কবিতা আলাদা পরিবেশ তৈরি করেছে। শাবানা আজমিও ছিলেন আজকের অনুষ্ঠানে। সকলের আর্শীবাদে এবার নতুন পথ চলা শুরু ফারহান-শিবানীর।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farhan-Shibani: ফারহান-শিবানীর বিয়ে ! ছেলে ও পুত্রবধূর জন্য কবিতা লিখলেন জাভেদ আখতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement