Home /News /entertainment /
Farah Khan : ‘অবিশ্বাস্য রকমের রোগা ওই মেয়েটাই আমি!’

Farah Khan : ‘অবিশ্বাস্য রকমের রোগা ওই মেয়েটাই আমি!’

‘কুছ না কহো’ গানের শ্যুটিঙের সময় ছবিটি তোলা হয়েছিল

‘কুছ না কহো’ গানের শ্যুটিঙের সময় ছবিটি তোলা হয়েছিল

থ্রোব্যাক ছবিতে ইনস্টাগ্রামে নস্টালজিয়ার আবহ ফরাহ খানের (Farah Khan) দৌলতে

 • Share this:

  মুম্বই : থ্রোব্যাক ছবিতে ইনস্টাগ্রামে নস্টালজিয়ার আবহ ফরাহ খানের (Farah Khan) দৌলতে ৷ তাঁর ‘সোমবারের স্মৃতি’-তে আচ্ছন্ন নেটিজেনরা ৷ ছবিটি ‘১৯৪২ : এ লভ স্টোরি’-র সেটে তোলা ৷ ছবিটিতে দেখা যাচ্ছে নায়িকা মনীষা কৈরালাকে ৷ তাঁর পাশে বসে আছেন তরুণী ফরাহ ৷ সঙ্গে আছেন ছবির পরিচালক বিধুবিনোদ চোপড়ার ভাইপো বিক্রম চোপড়া ৷ দেখে বোঝা যাচ্ছে সিনেমার ‘কুছ না কহো’ গানের শ্যুটিঙের সময় ছবিটি তোলা হয়েছিল ৷

  সামাজিক মাধ্যমে ফরহা বিখ্যাত তাঁর রসবোধের জন্য ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘ওটা সুন্দরী মনীষা কৈরালা এবং তাঁর সঙ্গে অবিশ্বাস্য রোগা মেয়েটি আমি, সঙ্গে ভিকি ওরফে বিক্রম চোপড়া ৷’’

  এই ছবিতে ‘১৯৪২ : এ লভ স্টোরি’-র নায়ক অনিল কপূর অনুপস্থিত ঠিকই ৷ কিন্তু ফরাহর সামাজিক মাধ্যমে তিনি আছেন উজ্জ্বল উপস্থিতি নিয়েই ৷ কিছু দিন আগেই অনিল কপূরের ছোট মেয়ে রিয়ার বিয়ের ছবি শেয়ার করেছিলেন ফরাহ ৷ সেখানে অনিলের দুরন্ত নাচের ভিডিয়ো ধরা পড়ে ৷ কনের বাবাকে শুভেচ্ছাও জানান ফরাহ ৷

  মাসতুতো ভাই ফরহান আখতারের সঙ্গে ছোটবেলার ছবিও শেয়ার করেছেন ফরাহ ৷ সেখানে তিনি কোঁকড়া চুলের কিশোরী ৷ ভাইয়ের সঙ্গে নাচছেন ঘরোয়া অনুষ্ঠানে ৷

  ছবির ক্যাপশনে ফরাহ লিখেছেন, ‘‘ইন্টারনেট, ওয়াইফাই এবং কম্পিউটারের আগে ছিল নাচ ৷ সেরা পারিবারিক বন্ধন ৷ আমার ফ্ল্যাশডান্স হেয়ারকাটে আমি নাচছি ফরহানের সঙ্গে ৷’’

  নৃত্যরত ভাইবোনের পিছনে যে তাঁর মা ও অন্যান্য আত্মীয়া বসে আছেন, সেকথাও উল্লেখ করতে ভোলেননি ফরাহ ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Farah khan, Farhan Akhtar

  পরবর্তী খবর