মুম্বই : ‘‘আহা! স্বামীও যদি এই জিনিস করত’’, ফেসবুকে লিখলেন ফরাহ খান (Farah Khan) ৷ সম্প্রতি সামাজিক মাধ্যমের প্রোফাইলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ফরাহ ৷ সেখানে দেখা যাচ্ছে তাঁর পোষ্যকে ৷ বোঝা যাচ্ছে, দরজা খুলে বাড়িতে ঢুকলেন ফরাহ ৷ তাঁর পোশাকের কিছু অংশ আর পায়ে ক্যাজুয়াল চটিজোড়া দেখা যাচ্ছে ৷ ক্যাপশনে ফরাহ লিখেছেন তিন দিন পরে তিনি বাড়ি ফিরলেন ৷
তাঁকে দেখে পোষ্য কুকুরের আনন্দ সীমাহীন ৷ সে কী করবে, বুঝে উঠতে পারছে না ৷ এক বার সে দৌড়ে সোফাসেটে গিয়ে বসে পড়ে ৷ আবার ছুটে চলে এসে গড়াগড়ি খায় ফরাহ-র দু’পায়ে ৷ আদরের পোষ্যর এই কাণ্ড দেখে কোরিয়োগ্রাফার, পরিচালক তথা প্রযোজকের ছদ্ম আক্ষেপ, তিন দিন পর বাড়ি ফিরলে যদি স্বামীও এরকমই করত! সুরসিক ফরাহ-র এই মজার কমেন্টে অনেক নেটিজেনই হাসির ইমোজি দিয়েছেন ৷
ফরাহ খান মাঝে মাঝেই তাঁর পোষা সারমেয় ‘স্মুচি’-র কীর্তিকলাপ পোস্ট করেন ৷ তিব্বতি শিহ জু প্রজাতির এই পোষ্যটি জন্মদিনও কিছুদিন আগে পালন করেছেন ফরাহ ৷ ফরাহ-র তিন সন্তানেরও খেলার সঙ্গী কুকুরছানাটি ৷
ফরাহর তিন ছেলেমেয়ে অন্যা, জার ও দিভার জন্ম ২০০৮ সালে ৷ তত দিনে ফরাহর দাম্পত্যের বয়স চার বছর ৷ শিরীষ কুন্দরকে ফরাহ বিয়ে করেছিলেন ২০০৪-এর ডিসেম্বরে ৷ পরিচালক হিসেবে ফরাহর প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এর সম্পাদক ছিলেন শিরীষ ৷ দু’জনের বয়সের ব্যবধান ৮ বছর ৷ তবে ফারাক ছায়া ফেলেনি তাঁদের সম্পর্ক ও দাম্পত্যে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farah khan