শাম্মি কাপুর সেজে অনিলের নাচ ! ভাইরাল ভিডিও

‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে জুটি বেঁধে ছিলেন অনিল ও ঐশ্বর্য ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে জুটি বেঁধে ছিলেন অনিল ও ঐশ্বর্য ৷ তবে সে ছিল প্রেমের কাহিনি ৷ বহুদিন পর ফের সিনেপর্দায় এসে এবার একেবারে অন্যরকম চরিত্রে পাশাপাশি এসে দাঁড়াবেন অনিল ও ঐশ্বর্য ৷ ছবির নাম ‘ফন্নে খান’ ৷ এক পিতার তাঁর মেয়েকে গায়িকা তৈরির করার গল্পই উঠে আসবে এই ছবিতে ৷

    ইতিমধ্যেই ছবির ট্রেলার, ছবির গান দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে ৷ তবে শাম্মি কাপুরের কায়দায় অনিল কাপুরে ‘বদন পে সিতারেঁ’ নাচ কিন্তু এখন ইন্টারনেটে ভাইরাল ! ইউটিউবে এই গান প্রকাশ পেতেই লাইকের সংখ্যা ইতিমধ্যেই লক্ষাধিক ৷

    আরও পড়ুন 
    ভূতের ভয়ে ঘরের বাইরে বেরচ্ছেন না রাজকুমার রাও! দেখুন ভিডিও

    ফন্নে খান’ ছবিটি এভরিবডিস ফেমাস নামে একটি বেলজিয়াম ছবির রিমেক ৷ মেয়েকে জনপ্রিয় গায়িকা বানাতে একজন বাবা কী কাণ্ড করে, তারই গল্প থাকবে ছবিতে ৷ ছবিতে অনিল ও ঐশ্বর্য ছাড়াও দেখা যাবে রাজকুমার রাওকে ৷

    First published:

    Tags: Badan Pe Sitaare, Bollywood, Fanney khan