Tiktok Star Dies: ৩৬-এই সব শেষ! আকস্মিক রহস্যমৃত্যু ইন্টারনেট তারকার, মা বলছেন, কী ঘটেছে কিছু বুঝছি না

Last Updated:

Tiktok Star Dies: রথের বোন লিন্ডসে সোমবার ইনস্টাগ্রামে দুঃসবাদটি জানান। যদিও মৃত্যুর কারণ এখনও খোলসা করা হয়নি পরিবারের তরফে।

প্রয়াত টিকটক তারকা কাইল মারিসা রথ
প্রয়াত টিকটক তারকা কাইল মারিসা রথ
ওয়াশিংটন ডিসি: প্রয়াত টিকটক (TikTok) তারকা কাইল মারিসা রথ। বর্তমান সময়ের পপ সংস্কৃতি এবং তারকাদের বিভিন্ন ইভেন্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বিশেষ ভাবে পরিচিত কাইল। মাত্র ৩৬ বছরেই পথচলা শেষ৷

View this post on Instagram

A post shared by Lindsay Roth (@thehighfemme)

advertisement
advertisement
রথের বোন লিন্ডসে সোমবার ইনস্টাগ্রামে দুঃসবাদটি জানান। যদিও মৃত্যুর কারণ এখনও খোলসা করা হয়নি পরিবারের তরফে। বোনের বিবৃতি, ‘এই ঘটনার সঙ্গে এখনও যুঝে উঠতে পারিনি আমরা। পরিবার হিসেবে আমরা এখনও বুঝতে পারছি না তার জীবনটাকে কীভাবে যথাযথভাবে উদযাপন এবং সম্মান করা যায়। আমরা এখনও জানি না কী হয়েছে।’
advertisement
কাইলের ভক্তদের কাছে রথের বোনের আবেদন, যদি কেউ কাইলের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে তিনি তাঁর সঙ্গে নিজের দিদির স্মৃতি ভাগ করে নিতে রাজি। বোনের কথায়, ‘তার হাস্যরস, বুদ্ধিমত্তা, সৌন্দর্য, গসিপ অ্যাক্টিভিজম, অ্যাথলেটিসিজম এবং আরও অনেক কিছু কত লোকে পছন্দ করত।’
advertisement
কাইলের মা জ্যাকি তাঁর লড়াইয়ের কথা জানান, ‘‘এটি ব্যক্তিগত জীবন। এই প্ল্যাটফর্মে শেয়ার করার নয় কিন্তু এটুকু জানাতে চাই, আমার জীবনে ধ্বংসাত্মক ক্ষতি হয়ে গেল৷ আমার মেয়ে কাইল মারা গিয়েছে। সে আপনাদের কয়েকজনের জীবনকে ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে স্পর্শ করেছে। কাইল ভালবেসে, নির্ভয়ে জীবনযাপন করত। এখন আমরা কিছুই বুঝতে পারছি না। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে সব।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tiktok Star Dies: ৩৬-এই সব শেষ! আকস্মিক রহস্যমৃত্যু ইন্টারনেট তারকার, মা বলছেন, কী ঘটেছে কিছু বুঝছি না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement