Popular Dancer Death: আবারও দুঃসংবাদ! প্রয়াত বিখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী, অকালে চলে গেলেন না ফেরার দেশে, শোকের ছায়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Dancer Death: প্রয়াত হলেন বিখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি৷ মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৮৪ বছর৷
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ প্রয়াত হলেন বিখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি৷ মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৮৪ বছর৷
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ কৃষ্ণমূর্তি-এর ম্যানেজার এবং সেক্রেটারি গণেশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এবং গত সাত মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। আচমকা শারীরিক অবস্থার অবনতি হতেই তড়িঘড়ি তাকে আইসিইউ-তে ভর্তি করা হয়। তবে আর শেষরক্ষা হল না৷
advertisement
advertisement
অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার মদনাপল্লীতে জন্মগ্রহণ করেন যামিনী কৃষ্ণমূর্তি। তিনি তামিলনাড়ুর চিদাম্বরমে বড় হয়েছেন। ভারতনাট্যমকে শিল্পে একটি নতুন স্তরে নিয়ে যান শিল্পী৷ যামিনী কৃষ্ণমূর্তির শেষকৃত্যের বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তার মৃত্যুর খবরে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যামিনী কৃষ্ণমূর্তি প্রয়াণের খবরে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 4:05 PM IST