Bollywood Actress: “ওঁরা তো নিজেদের নারীবাদী বলে দাবি করেন, অথচ…”; মহিলা প্রযোজকদের বিরুদ্ধে বিস্ফোরক রিচা চাড্ডা

Last Updated:

Bollywood Actress: ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্য অভিনেত্রীদের পাশেও দাঁড়াতে দেখা যায় তাঁকে। যাঁর কথা বলা হচ্ছে, তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিচা চাড্ডা।

রিচা চাড্ডা
রিচা চাড্ডা
মুম্বইঃ কাজের জায়গায় লিঙ্গবৈষম্য নিয়ে বরাবরই সোচ্চার হয়েছেন তিনি। শুধু তা-ই নয়, নারীবাদ সংক্রান্ত সমস্ত বিষয়ে রীতিমতো পুরোভাগেই গলা ফাটাতে দেখা যায় তাঁকে। এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্য অভিনেত্রীদের পাশেও দাঁড়াতে দেখা যায় তাঁকে। যাঁর কথা বলা হচ্ছে, তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিচা চাড্ডা।
আরও পড়ুনঃ ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে মিউজিক ভিডিও- এই অভিনেত্রীর জীবনের গল্প হার মানাবে সিনেমাকেও! এখন তিনি সকলের পচ্ছন্দের
গত বছর রিচার একটি ইন্টারভিউ ক্লিপ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আসলে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিয়ে ট্রোলের শিকার হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। সেই বিতর্কে বচ্চন-বধূর পাশে দাঁড়িয়েছিলেন রিচা। ওই প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ ওঁকে দেখে হিংসা করেন।” সম্প্রতি ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড’ বাজার-র প্রচারে দেখা গিয়েছে রিচাকে। সেখানে বি-টাউনের অন্যতম বলিষ্ঠ অভিনেত্রীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
গত সপ্তাহে আবার অভিনেত্রী দিয়া মির্জা রেখির মুম্বইয়ের বাসভবনে একটি গেট-টুগেদারে যোগ দিয়েছিলেন রিচা। সেখানে ছিলেন শাবানা আজমি, উর্মিলা মাতন্ডকর, কঙ্কনা সেন শর্মা, দিব্যা দত্ত, সন্ধ্যা মৃদুল এবং তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের মতো বলিউডের তাবড় অভিনেত্রীরাও। সেই গেট টুগেদারের ছবিই দিয়া শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, “আমি তোমাদের সকলকে জয়ী দেখতে চাই।” এই পোস্ট ঘিরে বেশ হইচই শুরু হয়ে যায়। কারণ এমনিতে অভিনেত্রীদের একসঙ্গে আড্ডা দিতে সেভাবে দেখা যায় না। সেই স্টিরিওটাইপটাই ভেঙে দিয়েছেন এই তারকা অভিনেত্রীরা। সেই কারণে বহু নেটিজেনই ওই পোস্টের প্রশংসা করেন।
advertisement
advertisement
News18 Showsha-র এক বিশেষ সাক্ষাৎকারে রিচা জানান যে, “ধরা যাক, একজন বিষাক্ত মহিলা সকলকে অপমান করে বেড়ান, আবার সংবাদমাধ্যম এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চরিত্রের দিক থেকে কদর্য হয়েছেন। তাহলে তাঁর জয় কিন্তু আমার জয় নয়। প্রত্যেকের উন্নতি এবং বিবর্তনই আমাদের উদযাপন করা উচিত। কিন্তু এমনটা কি সব সময় ঘটে? একেবারেই না।”
advertisement
এর পাশাপাশি ইন্ডাস্ট্রির কিছু খারাপ দিকও তুলে ধরেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমি মনে করি না যে, সকল মহিলাই সাধু এই সত্যটাকে আমি মেনে নিই। মহিলা প্রযোজকদের নিয়ে আমার কিছু খারাপ অভিজ্ঞতা রয়েছে। এক সময় তাঁদের চেক বাউন্স করেছে। অথচ ট্যুইটার (বর্তমানে এক্স)-এ নিজেদের নারীবাদী বলে দাবি করেন তাঁরা।”
সেই সঙ্গে রিচা এ-ও বলেন যে, “আমার কিছু টক্সিক সহ-অভিনেত্রী রয়েছেন, যাঁরা অবিরাম আমার সঙ্গে প্রতিযোগিতা করে থাকেন। আমি এটা বলতে পারি না যে, আমার একটি অভিন্ন এবং একচেটিয়া অভিজ্ঞতা রয়েছে। নারীত্বের অবশ্যই অস্তিত্ব রয়েছে। সেটা গড়ে তুলে লালন করলে তা প্রকৃত হয়ে ওঠে। কিন্তু এটা তৈরি করার জন্য একাধিক মানুষকে বুঝতে হবে।”
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Actress: “ওঁরা তো নিজেদের নারীবাদী বলে দাবি করেন, অথচ…”; মহিলা প্রযোজকদের বিরুদ্ধে বিস্ফোরক রিচা চাড্ডা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement