Esha Gupta: ইঞ্জেকশন দিয়ে ফর্সা হওয়ার উপদেশ দেওয়া হয়েছিল এষাকে, জানেন তার মূল্য কত ছিল?

Last Updated:

কেবল ফর্সা হওয়া নয়, তাঁকে এমনও বলা হয়েছিল, বলিউডে নায়িকা হতে গেলে শরীরে কাঁটাছেঁড়া করাতে হবে। অস্ত্রোপচার করিয়ে নাক টিকলো করানোর উপদেশ দেওয়া হয়।

#মুম্বই: শ্যামলা গায়ের রঙে উজ্জ্বল এষা গুপ্তা। কিন্তু বর্ণবিদ্বেষ শিকার হয়েছেন বার বার।
অভিনয় জগতে পা দেওয়ার পর তাঁকে উপদেশ দেওয়া হয়, তিনি যেন নিজের গায়ের রং ফর্সা করতে একটি বিশেষ ইঞ্জেকশন ব্যবহার করেন। এষা এখন সেই কথাগুলি মনে করে আক্ষেপ করেন, "কখনও কখনও আমি তাদের কথায় ভেসে যেতাম। কত বার যে নিজেই চেয়েছি ফর্সা হতে।" কিন্তু শেষ মেশ সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলিউড অভিনেত্রী।
advertisement
তবে সেই সময়ে অনেক বার ফর্সা হওয়ার লোভে সেই ইঞ্জেকশনগুলির দাম জানার চেষ্টা করতেন এষা। একটি শটের দাম ছিল ৯ হাজার টাকা!
advertisement
কেবল ফর্সা হওয়া নয়, তাঁকে এমনও বলা হয়েছিল, বলিউডে নায়িকা হতে গেলে শরীরে কাঁটাছেঁড়া করাতে হবে। অস্ত্রোপচার করিয়ে নাক টিকলো করানোর উপদেশ দেওয়া হয়। বলা হয়েছিল, তাঁর নাক গোল। যা নাকি দেখতে খারাপ লাগে।
advertisement
এষার কথায়, ''আমি তাঁদের নাম নেব না। কিন্তু খেয়াল করলে দেখা যাবে, এই ইন্ডাস্ট্রিতে একাধিক নায়িকা ইঞ্জেকশন নিয়ে ফর্সা হয়েছেন। তাঁদের দোষ নয়। কারণ নায়িকাদের উপর এই মানসিক চাপ বার বার দেওয়া হয়। তাঁদের বিশ্বাস করানো হয় যে তাঁরা সুন্দরী নন, বা তাঁদের শরীরে খুঁত রয়েছে। নিখুঁত হওয়ার প্রতিযোগিতায় পা দিয়ে ফেলেছেন তাঁরা।''
advertisement
এষা জানালেন, তিনি তাঁর মেয়েকে কোনও দিনও অভিনেত্রী হিসেবে দেখতে চান না। তাঁর আশঙ্কা, তা হলে খুব ছোট থেকেই নিখুঁত হওয়ার জন্য ছুটতে হবে তাকে। সত্য জীবন ছেড়ে মিথ্যে জীবন যাপন শুরু করতে হবে নয়তো। এষার ইচ্ছা, তাঁর মেয়ে অ্য়াথলেট হোক।
advertisement
২০১২ সালে 'জন্নত ২' ছবি দিয়েই বলিউডে পা রাখেন এষা। সে বছরই পরিচালক প্রকাশ ঝা-র 'চক্রব্য়ূহ'-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। সম্প্রতি সেই নায়িকা 'আশ্রম ৩' ওয়েব সিরিজে কাজ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Esha Gupta: ইঞ্জেকশন দিয়ে ফর্সা হওয়ার উপদেশ দেওয়া হয়েছিল এষাকে, জানেন তার মূল্য কত ছিল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement