তিনি বলিউডের অন্যতম ফ্যাশনিস্তা। কখনও তিনি পূ, কখনও আবার গীত। ফ্যাশনে বার বারই ব্যতিক্রমী করিনা কাপুর খান। একেবারে মেক আপ ছাড়া ক্যাজুয়াল পোশাকে কী ভাবে নজর কাড়তে হয় তা করিনা কাপুর বার বার বুঝিয়েছেন। রিপড ডেনিম প্যান্টের সঙ্গে টি শার্ট। এটুকুই সাজ। কিন্তু তাতেই গ্ল্যামারাস অভিনেত্রী। শর্টসের সঙ্গে ওভারসাইজড শার্ট ও স্নিকার্স। সামার কুল লুকে আকর্ষণীয় করিনা। লুজ ট্রাউজারের সঙ্গে বেছে নিয়েছেন লুজ শার্ট। সঙ্গে বান ও চোখে রোদচশমা। সূতির কো-অর্ড সেটে স্টাইলিশ লুক করিনা কাপুর খানের। সঙ্গে জুতো মানানসই। এথনিক লুকেও সাজ সামান্য। কিন্তু তাতে সৌন্দর্যে কোনও ঘাটতি নেই। ওয়াইড লেগড ডেনিমের সঙ্গে ওভারসাইজড শার্ট। ক্যাজুয়াল পোশাকে বাজিমাত করিনার। জগারের সঙ্গে টিশার্ট। পায়ে আকর্ষণীয় জুতো। সব মিলিয়ে ফ্যাশনিস্তা করিনা কাপুর খান। সাদা রঙের কাফতান গ্রীষ্মের জন্য একদম আদর্শ। কোনও এক গ্রীষ্মের দুপুরে এভবেই ধরা পড়লেন ক্যামেরায়। শর্টসের সঙ্গে টি শার্ট। করিনার টোনড পদযুগল স্পষ্ট। কে বলবে, করিনা ইতিমধ্যেই দুই সন্তানের জননী। অল ডেনিম লুক! এটি এখন ফ্যাশন জগতের ট্রেন্ড। করিনাও এই ফ্যাশনের সঙ্গে সুবিচার করেছেন।