গানের দুনিয়ায় তিন প্রজন্ম,কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে গান গাইবেন নাতনি মুক্তিকা

Last Updated:

কিশোর কুমারের জন্মদিনে কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানে মঞ্চে গান করবেন অমিত কুমার ও মুক্তিকা

গানের দুনিয়ায় তিন প্রজন্ম....কিশোর কুমারের  জন্মদিন উপলক্ষে কলকাতায় গান গাইবেন কিশোরের নাতনি মুক্তিকা গঙ্গোপাধ্যায়
গানের দুনিয়ায় তিন প্রজন্ম....কিশোর কুমারের  জন্মদিন উপলক্ষে কলকাতায় গান গাইবেন কিশোরের নাতনি মুক্তিকা গঙ্গোপাধ্যায়
কলকাতা: গানের দুনিয়ায় তিন প্রজন্ম। কিশোর কুমার অমিত কুমারের পর এবার মুক্তিকা। বেশ কিছুদিন আগেই বাবা অমিত কুমারের সঙ্গে গান গাওয়া শুরু করেছেন কিশোর কুমারের নাতনি মুক্তিকা গঙ্গোপাধ্যায়। এবারে কিশোর কুমারের জন্মদিনে কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানে মঞ্চে গান করবেন অমিত কুমার ও মুক্তিকা ।
৪ অগাস্ট কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের জন্মদিন। এই উপলক্ষে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হচ্ছে সঙ্গীতানুষ্ঠান ‘জীবন কে হর মোড় পে’। ৩১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে সঙ্গীত পরিবেশন করবেন অমিত কুমার, শৈলজা সুব্রমণিয়ম, অলোক কাটডারে, কিশোর সোধা এবং কিশোর কুমারের নাতনি মুক্তিকা গঙ্গোপাধ্যায়। বাবা অমিত কুমার ও দাদু কিশোর কুমারের পদাঙ্ক অনুসরণ করে এদিনের সন্ধ্যায় অমিত কুমারের সঙ্গে থাকছেন মুক্তিকা। উল্লেখ্য, অমিত কুমারের বিশেষ কিশোর স্মরণ করা অ্যালবাম ‘বাবা মেরে’র শীর্ষ সঙ্গীতে মুক্তিকার গানে আত্মপ্রকাশ ঘটে। সঙ্গে গান গেয়েছিলেন খোদ অমিত কুমার।
advertisement
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে কিশোর কুমারের পাশাপাশি আর এক কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের গানেরও উদযাপন করা হবে। কিশোর কুমার এবং আশা ভোঁসলে এক সঙ্গে অনেক দ্বৈত কণ্ঠে কালজয়ী গান করেছেন। এদিনের অনুষ্ঠানের নামকরণ তেমনই এক জনপ্রিয় গানের রেশ ধরেই ‘জীবন কে হর মোড় পে’। গানের পাশাপাশি থাকবে স্মৃতিচারণা, গানের গল্প। মুক্তিকা গঙ্গোপাধ্যায় জানান, ” আমি স্টেজ শো করতে ভীষণ ভালোবাসি। বাবাকেও দেখছি ছোট্ট বয়স থেকে স্টেজে কী  ভাবে এত শ্রোতাদের আনন্দ দেন। আর দাদুর জায়গায় পৌঁছনো তো সম্ভবই নয়। বাবা বলেন, আনন্দ করে গান করতে। সেটা মাথায় রেখে চলি।’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
গানের দুনিয়ায় তিন প্রজন্ম,কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে গান গাইবেন নাতনি মুক্তিকা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement