#কলকাতা: এনা সাহা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সেই সঙ্গে তিনি এখন প্রযোজকও। কয়েকদিন আগেই তাঁর প্রযোজনায় 'sos kolkata' ছবিটির শ্যুটিং হয়েছে। প্রধান চরিত্রে দেখা যাবে মিমি, যশ এবং নুসরতকে।ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ।মূলত সন্ত্রাসবাদ থেকে নিজের দেশকে বাঁচানোর গল্প বলবে এই ছবি। মাত্র ২৫ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি।
কিন্তু কিভাবে সম্ভব করলেন তিনি এত বড় কাজ? তাতে এনা জানিয়েছিলেন, "এই কোম্পানিতে শুধু আমার একার টাকা নেই। আমার পরিবারের অনেকেই এখানে ইনভেস্ট করেছেন। এক্সটেন্ডেড ফ্যামিলিও আছেন যারা আমার ওপরে ভরসা করে আমার এই প্রথম প্রজেক্টে আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। তা ছাড়া অংশুমান প্রত্যুষ ও এই ছবির সহ প্রযোজনাও করছেন।" অতএব পরিবারকে সঙ্গে নিয়েই নতুন লড়াইতে নেমেছেন তিনি।
এনা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে। সেখানে নানা ফটোশ্যুটের ছবি তিনি শেয়ার করেন। কখনও তাঁকে দেখা যায় মা লক্ষ্মীর পুজো একা হাতে সামলাচ্ছেন। আবার তিনিই দক্ষ হাতে সামলাচ্ছেন নিজের কাজ। এতটুকু মেয়ের সাহসকে কুর্নিশ জানাতে হয় বইকি। সম্প্রতি এনার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাল পোশাকে ওড়না উড়িয়ে 'ওরে পিয়া' গানে নাচছেন তিনি। অসম্ভব সুন্দর লাগছে তাঁকে। এই ভিডিও দেখা মাত্রই বহু মানুষ প্রশংসা করেছেন তাঁর।